Ajker Patrika

শাহবাগে ছাত্রলীগ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, ইট-পাটকেল নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২: ০৮
শাহবাগে ছাত্রলীগ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, ইট-পাটকেল নিক্ষেপ

রাজধানীর শাহবাগ মোড় ও  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমইউ) হাসপাতালে ছাত্রলীগের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। হাসপাতালের ভেতর থেকে ছাত্রলীগের একটি অংশ ও বাইরে থেকে বিক্ষোভকারীদের একটি অংশ ইট-পাটকেল নিক্ষেপ করছে। হাসপাতালের ২ নম্বর ফটক ভেঙে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

 প্রাইভেটকার ও মোটরসাইকেলে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।একপর্যায়ে হাসপাতালের ভেতরে ঢুকে অ্যাম্বুলেন্সসহ অন্তত ২০টি প্রাইভেট কার ও মোটরসাইকেলে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া চলতে থাকে।

  নেতা-কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। সকাল সাড়ে ১০টায় বিভিন্ন এলাকা থেকে শাহবাগ মোড়ে জড়ো হন বিক্ষোভকারীরা। সেখানে কিছুক্ষণ অবস্থান নিয়ে ছাত্রলীগের একদল নেতা-কর্মী ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে বিক্ষোভকারীরা তাঁদের ধাওয়া করলে তাঁরা হাসপাতাল চত্বরে ঢুকে পড়েন এবং সেখান থেকে ইট-পাটকেল ছুড়তে থাকেন। সড়ক থেকে বিক্ষোভকারীরাও তাঁদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছেন।

শাহবাগ মোড়ে অগ্রণী ব্যাংক সংলগ্ন ফটকে বিক্ষোভকারীদের হামলা। ছবি: আজকের পত্রিকা একপর্যায়ে একদল বিক্ষোভকারী হাসপাতালের ফটকে উঠে এবং ধাক্কা দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখান থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায় তাঁদের।শাহবাগ মোড়ে অগ্রণী ব্যাংক সংলগ্ন ফটকে বিক্ষোভকারীদের হামলা। ছবি: আজকের পত্রিকা 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত