নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোনো এলাকায় ১০০ জন মদ পানের পারমিটধারী থাকলে অ্যালকোহল বিক্রির লাইসেন্স দেওয়া যাবে— অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২২-এর এমন বিধি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ এর ৭- (২), (৪) ৯- (৩) এবং ১৫- (২) ক, চ কেন বাতিল করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের বেঞ্চ রুল জারি করেন। আইন সচিব, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ চ্যালেঞ্জ করে গত ২০ এপ্রিল ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, ‘প্রতি বছর বিশ্বে ৩০ লাখ মানুষ মদ খেয়ে মারা যায়। ২০২২ সালে করা বিধির কারণে মদ খাওয়ার ব্যাপক সুযোগ তৈরি হবে। যা আমাদের সংবিধানের ১৮ (১) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।’
অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী, মদ কেনাবেচা, পান ও পরিবহনের ক্ষেত্রে লাইসেন্স, পারমিট ও পাস নিতে হবে। ২১ বছর হলেই মিলবে মদপানের অনুমতি। এতে বলা হয়, কোনো ক্লাবের সদস্যদের মধ্যে ২০০ জন অ্যালকোহল পারমিটধারী থাকলে তাদের বার (পানশালা) স্থাপনের লাইসেন্স দেওয়া যাবে।
এতে আরও বলা হয়, বিধিমালার অধীনে হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, ক্লাব, ডিউটি ফ্রি শপ ও প্রকল্প এলাকায় নির্দিষ্ট সংখ্যক বার স্থাপন লাইসেন্স দেওয়া যাবে। আর ক্লাব ও রেস্টুরেন্টের ক্ষেত্রে একটি করে আবার পাঁচ তারকা বা তার চেয়ে বেশি মানসম্পন্ন হলে সাতটিরও বেশি বারের লাইসেন্স দেওয়া যাবে।
কোনো এলাকায় ১০০ জন মদ পানের পারমিটধারী থাকলে অ্যালকোহল বিক্রির লাইসেন্স দেওয়া যাবে— অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২২-এর এমন বিধি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেইসঙ্গে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ এর ৭- (২), (৪) ৯- (৩) এবং ১৫- (২) ক, চ কেন বাতিল করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।
এ সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এসএম মনিরুজ্জামানের বেঞ্চ রুল জারি করেন। আইন সচিব, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালকসহ সংশ্লিষ্টদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ চ্যালেঞ্জ করে গত ২০ এপ্রিল ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। তিনি বলেন, ‘প্রতি বছর বিশ্বে ৩০ লাখ মানুষ মদ খেয়ে মারা যায়। ২০২২ সালে করা বিধির কারণে মদ খাওয়ার ব্যাপক সুযোগ তৈরি হবে। যা আমাদের সংবিধানের ১৮ (১) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক।’
অ্যালকোহল নিয়ন্ত্রণ বিধিমালা-২০২২ অনুযায়ী, মদ কেনাবেচা, পান ও পরিবহনের ক্ষেত্রে লাইসেন্স, পারমিট ও পাস নিতে হবে। ২১ বছর হলেই মিলবে মদপানের অনুমতি। এতে বলা হয়, কোনো ক্লাবের সদস্যদের মধ্যে ২০০ জন অ্যালকোহল পারমিটধারী থাকলে তাদের বার (পানশালা) স্থাপনের লাইসেন্স দেওয়া যাবে।
এতে আরও বলা হয়, বিধিমালার অধীনে হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, ক্লাব, ডিউটি ফ্রি শপ ও প্রকল্প এলাকায় নির্দিষ্ট সংখ্যক বার স্থাপন লাইসেন্স দেওয়া যাবে। আর ক্লাব ও রেস্টুরেন্টের ক্ষেত্রে একটি করে আবার পাঁচ তারকা বা তার চেয়ে বেশি মানসম্পন্ন হলে সাতটিরও বেশি বারের লাইসেন্স দেওয়া যাবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে