Ajker Patrika

স্বর্ণের বারসহ বিমানবন্দরের ইলেকট্রিশিয়ান গ্রেপ্তার

প্রতিনিধি
আপডেট : ২৩ জুন ২০২১, ১৫: ৩৩
স্বর্ণের বারসহ বিমানবন্দরের ইলেকট্রিশিয়ান গ্রেপ্তার

উত্তরা (ঢাকা): হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বার ও আইফোনসহ আবু বকর নামের একজন ইলেকট্রিশিয়ানকে গ্রেপ্তার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। 

বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বুধবার (২৩ জুন) রাত দেড়টায় তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বিমানবন্দরের বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কর্মরত। এ সময় তাঁর কাছ থেকে ১১৬ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার ও একটি আইফোন-১২ প্রো জব্দ করা হয়। জব্দকৃত এসব স্বর্ণের বার ও আইফোনের বাজারমূল্য ১২ লাখ টাকা। 

এ বিষয়ে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের উপকমিশনার আব্দুস সাদেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে ইলেকট্রিশিয়ান আবু বকর গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁর আচরণ সন্দেহজনক হওয়ায় তাঁকে থামানো হয় এবং পরিচয় জানতে চাওয়া হয়। পরে তাঁর কাছে কোনো স্বর্ণের বার আছে কি না, জানতে চাওয়া হলে তিনি তা অস্বীকার করেন। 

পরে আর্চওয়েতে তাঁর শরীরে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। আবু বকরের প্যান্টের ভেতর থেকে ১১৬ গ্রাম ওজনের দুটি স্বর্ণবার ও একটি আইফোন-১২ প্রো পাওয়া যায়। 

 আব্দুস সাদেক  বলেন, স্বর্ণের বার ও মোবাইল ফোনসেট জব্দের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে এসব মালামাল রাষ্ট্রীয় গুদামে জমা প্রদান করা হয়েছে। 

 আব্দুস সাদেক আরও বলেন, স্বর্ণ ও মোবাইল ফোনসেট চোরাচালানের অভিযোগে গ্রেপ্তারকৃত ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে তাঁকে থানায় সোপর্দ করা হয়েছে। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

প্রিজন ভ্যান থামিয়ে ছাগল-কাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

মেডিকেল কলেজ: মানের ঘাটতিতে হবে বন্ধ

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যাচ্ছেন না মোদি, কী বার্তা দিচ্ছে দিল্লি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত