Ajker Patrika

অবন্তিকার আত্মহত্যা: আম্মান-দীনকে গ্রেপ্তারের দাবিতে জবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

জবি সংবাদদাতা 
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৭: ৪১
অবন্তিকার আত্মহত্যা: আম্মান-দীনকে গ্রেপ্তারের দাবিতে জবিতে বিক্ষোভ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

সহপাঠী ও সহকারী প্রক্টরকে দায়ী করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গতকাল শুক্রবার রাতে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা। এ ঘটনায় আজ শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বেলা ৩টার পর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। 

বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা এই আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরবর্তী সময় বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধসহ বিক্ষোভ করেন। 

আন্দোলনরত শিক্ষার্থী অর্থনীতি বিভাগের রেদোয়ান হক বলেন, ‘আজকের বিক্ষোভ থেকে আমরা ছয় দফা দাবি জানাচ্ছি।’

১. এ হত্যার সুষ্ঠু বিচার করতে হবে।

২. অভিযুক্ত আম্মান ও দীন ইসলামকে দ্রুত গ্রেপ্তার করতে হবে।

৩. জরুরি ভিত্তিতে সিন্ডিকেটের মাধ্যমে স্থায়ী বহিষ্কার করতে হবে।

৪. ভিকটিমের পরিবারের নিরাপত্তা জোরদার করতে হবে।

৫. বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী সেলকে স্বাধীন করতে হবে এবং

৬. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে।

বিক্ষোভ মিছিল শেষে দাবি আদায়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা আন্দোলনরত শিক্ষার্থী রেদোয়ান আরও বলেন, ‘আমাদের এসব দাবিদাওয়া ২৪ ঘণ্টার মধ্যে মানা না হলে আমরা বৃহৎ আন্দোলনের ডাক দেব এবং ভিসি ভবন ঘেরাও করব।’

এই সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত