নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরের পল্লবী থানার আদর্শ নগর খালপাড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক কিশোরকে কুপিয়ে আহত করার ঘটনায় কিশোর গ্যাং গ্রুপের প্রধান আশিকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। গ্রেপ্তার আশিক মিরপুরের তালিকাভুক্ত কিশোর গ্যাং গ্রুপের প্রধান। তার বিরুদ্ধে একাধিক মামলা ও মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আজ শুক্রবার সকাল সাতটা থেকে মিরপুরের তালতলা বস্তিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আশিকের গ্রুপের ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো দলের প্রধান আশিক (২৩), আল আমিন (২০), মো. রাব্বি (২০), মো. শামীম (১৮), মো. আজিজুল (১৮), মো. মারুফ (১৯), ইব্রাহিম (১৬), সুজন (১৭) ও রাশেদ (১৬)।
মিরপুর বিভাগের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, পল্লবী এলাকায় এরা খালি মারামারি করে বেড়ায়। কিন্তু জড়িতরা সবাই দরিদ্র পরিবারের। তারা বস্তিতে থাকে। আশিকের বাবা একজন গাড়িচালক, তার অন্যতম সহযোগীর বাবা ঘটক। এই ঘটনায় গ্রেপ্তার সবার বাবা-মা দিনমজুর ও শ্রমজীবী। কিন্তু তাদের সন্তানেরা পল্লবীতে নানা অপরাধ করে বেড়াচ্ছে।
পল্লবী থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জান গেছে, গত ৯মে রাত ৯টার দিকে আহত কিশোর সনু (১৫) ও তার বড় ভাই তারেক (১৯) নিজেদের জুতার দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে মিরপুরের আদর্শ নগর খালপাড় মাঠে আশিকের নেতৃত্বে ১০ থেকে ১২ জন তাদের ওপর দেশীয় অস্ত্র ও রড নিয়ে হামলা করে। এতে সনু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সনুর মাথায় ১৩টি সেলাই দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, ‘পল্লবীতে কয়েকটি গ্রুপ রাস্তায় দাঁড়িয়ে ইভটিজিংসহ নানা সমস্যা তৈরি করে। পরে বাড়ির মালিকেরা ফোন করে থানায় অভিযোগ দেয়। তবে আমরা চেষ্টা করছি তাদের নিয়ন্ত্রণে রাখার। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পল্লবী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আশিকের বিরুদ্ধে ২০২২ সাল থেকে মারামারি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে পল্লবী থানায় ৪টি মামলা রয়েছে। সর্বশেষ শুক্রবার সকালে আরও একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেল এই কিশোর।
রাজধানীর মিরপুরের পল্লবী থানার আদর্শ নগর খালপাড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক কিশোরকে কুপিয়ে আহত করার ঘটনায় কিশোর গ্যাং গ্রুপের প্রধান আশিকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। গ্রেপ্তার আশিক মিরপুরের তালিকাভুক্ত কিশোর গ্যাং গ্রুপের প্রধান। তার বিরুদ্ধে একাধিক মামলা ও মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আজ শুক্রবার সকাল সাতটা থেকে মিরপুরের তালতলা বস্তিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আশিকের গ্রুপের ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো দলের প্রধান আশিক (২৩), আল আমিন (২০), মো. রাব্বি (২০), মো. শামীম (১৮), মো. আজিজুল (১৮), মো. মারুফ (১৯), ইব্রাহিম (১৬), সুজন (১৭) ও রাশেদ (১৬)।
মিরপুর বিভাগের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, পল্লবী এলাকায় এরা খালি মারামারি করে বেড়ায়। কিন্তু জড়িতরা সবাই দরিদ্র পরিবারের। তারা বস্তিতে থাকে। আশিকের বাবা একজন গাড়িচালক, তার অন্যতম সহযোগীর বাবা ঘটক। এই ঘটনায় গ্রেপ্তার সবার বাবা-মা দিনমজুর ও শ্রমজীবী। কিন্তু তাদের সন্তানেরা পল্লবীতে নানা অপরাধ করে বেড়াচ্ছে।
পল্লবী থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জান গেছে, গত ৯মে রাত ৯টার দিকে আহত কিশোর সনু (১৫) ও তার বড় ভাই তারেক (১৯) নিজেদের জুতার দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে মিরপুরের আদর্শ নগর খালপাড় মাঠে আশিকের নেতৃত্বে ১০ থেকে ১২ জন তাদের ওপর দেশীয় অস্ত্র ও রড নিয়ে হামলা করে। এতে সনু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সনুর মাথায় ১৩টি সেলাই দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, ‘পল্লবীতে কয়েকটি গ্রুপ রাস্তায় দাঁড়িয়ে ইভটিজিংসহ নানা সমস্যা তৈরি করে। পরে বাড়ির মালিকেরা ফোন করে থানায় অভিযোগ দেয়। তবে আমরা চেষ্টা করছি তাদের নিয়ন্ত্রণে রাখার। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পল্লবী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আশিকের বিরুদ্ধে ২০২২ সাল থেকে মারামারি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে পল্লবী থানায় ৪টি মামলা রয়েছে। সর্বশেষ শুক্রবার সকালে আরও একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেল এই কিশোর।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৩ ঘণ্টা আগে