নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুরের পল্লবী থানার আদর্শ নগর খালপাড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক কিশোরকে কুপিয়ে আহত করার ঘটনায় কিশোর গ্যাং গ্রুপের প্রধান আশিকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। গ্রেপ্তার আশিক মিরপুরের তালিকাভুক্ত কিশোর গ্যাং গ্রুপের প্রধান। তার বিরুদ্ধে একাধিক মামলা ও মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আজ শুক্রবার সকাল সাতটা থেকে মিরপুরের তালতলা বস্তিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আশিকের গ্রুপের ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো দলের প্রধান আশিক (২৩), আল আমিন (২০), মো. রাব্বি (২০), মো. শামীম (১৮), মো. আজিজুল (১৮), মো. মারুফ (১৯), ইব্রাহিম (১৬), সুজন (১৭) ও রাশেদ (১৬)।
মিরপুর বিভাগের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, পল্লবী এলাকায় এরা খালি মারামারি করে বেড়ায়। কিন্তু জড়িতরা সবাই দরিদ্র পরিবারের। তারা বস্তিতে থাকে। আশিকের বাবা একজন গাড়িচালক, তার অন্যতম সহযোগীর বাবা ঘটক। এই ঘটনায় গ্রেপ্তার সবার বাবা-মা দিনমজুর ও শ্রমজীবী। কিন্তু তাদের সন্তানেরা পল্লবীতে নানা অপরাধ করে বেড়াচ্ছে।
পল্লবী থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জান গেছে, গত ৯মে রাত ৯টার দিকে আহত কিশোর সনু (১৫) ও তার বড় ভাই তারেক (১৯) নিজেদের জুতার দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে মিরপুরের আদর্শ নগর খালপাড় মাঠে আশিকের নেতৃত্বে ১০ থেকে ১২ জন তাদের ওপর দেশীয় অস্ত্র ও রড নিয়ে হামলা করে। এতে সনু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সনুর মাথায় ১৩টি সেলাই দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, ‘পল্লবীতে কয়েকটি গ্রুপ রাস্তায় দাঁড়িয়ে ইভটিজিংসহ নানা সমস্যা তৈরি করে। পরে বাড়ির মালিকেরা ফোন করে থানায় অভিযোগ দেয়। তবে আমরা চেষ্টা করছি তাদের নিয়ন্ত্রণে রাখার। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পল্লবী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আশিকের বিরুদ্ধে ২০২২ সাল থেকে মারামারি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে পল্লবী থানায় ৪টি মামলা রয়েছে। সর্বশেষ শুক্রবার সকালে আরও একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেল এই কিশোর।
রাজধানীর মিরপুরের পল্লবী থানার আদর্শ নগর খালপাড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক কিশোরকে কুপিয়ে আহত করার ঘটনায় কিশোর গ্যাং গ্রুপের প্রধান আশিকসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে থানা–পুলিশ। গ্রেপ্তার আশিক মিরপুরের তালিকাভুক্ত কিশোর গ্যাং গ্রুপের প্রধান। তার বিরুদ্ধে একাধিক মামলা ও মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আজ শুক্রবার সকাল সাতটা থেকে মিরপুরের তালতলা বস্তিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আশিকের গ্রুপের ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো দলের প্রধান আশিক (২৩), আল আমিন (২০), মো. রাব্বি (২০), মো. শামীম (১৮), মো. আজিজুল (১৮), মো. মারুফ (১৯), ইব্রাহিম (১৬), সুজন (১৭) ও রাশেদ (১৬)।
মিরপুর বিভাগের পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, পল্লবী এলাকায় এরা খালি মারামারি করে বেড়ায়। কিন্তু জড়িতরা সবাই দরিদ্র পরিবারের। তারা বস্তিতে থাকে। আশিকের বাবা একজন গাড়িচালক, তার অন্যতম সহযোগীর বাবা ঘটক। এই ঘটনায় গ্রেপ্তার সবার বাবা-মা দিনমজুর ও শ্রমজীবী। কিন্তু তাদের সন্তানেরা পল্লবীতে নানা অপরাধ করে বেড়াচ্ছে।
পল্লবী থানায় দায়ের হওয়া মামলা সূত্রে জান গেছে, গত ৯মে রাত ৯টার দিকে আহত কিশোর সনু (১৫) ও তার বড় ভাই তারেক (১৯) নিজেদের জুতার দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে মিরপুরের আদর্শ নগর খালপাড় মাঠে আশিকের নেতৃত্বে ১০ থেকে ১২ জন তাদের ওপর দেশীয় অস্ত্র ও রড নিয়ে হামলা করে। এতে সনু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সনুর মাথায় ১৩টি সেলাই দেওয়া হয়েছে।
ওসি আরও বলেন, ‘পল্লবীতে কয়েকটি গ্রুপ রাস্তায় দাঁড়িয়ে ইভটিজিংসহ নানা সমস্যা তৈরি করে। পরে বাড়ির মালিকেরা ফোন করে থানায় অভিযোগ দেয়। তবে আমরা চেষ্টা করছি তাদের নিয়ন্ত্রণে রাখার। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পল্লবী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আশিকের বিরুদ্ধে ২০২২ সাল থেকে মারামারি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে পল্লবী থানায় ৪টি মামলা রয়েছে। সর্বশেষ শুক্রবার সকালে আরও একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেল এই কিশোর।
জমি কেনাবেচার কর থেকে ১% থাকে এলাকার উন্নয়নের জন্য। এই টাকা জমা হয় উপজেলার ১%-এর ব্যাংক হিসাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই টাকা বণ্টন করেন এলাকার ইউনিয়ন পরিষদগুলোর (ইউপি) মাঝে। রাজশাহীর গোদাগাড়ীর ইউএনও ফয়সাল আহমেদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ১% এর টাকা বণ্টন করার সময় তিনি ২৫% ঘুষ নেন...
৫ মিনিট আগেঢাকার মিরপুরের পশ্চিম কাজীপাড়া এলাকার একটি আবাসিক এলাকা থেকে দাহ্য পদার্থ বিক্রির দোকান অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দরা। একইসঙ্গে ওই এলাকার একটি সড়ক প্রশস্তের দাবিও জানিয়েছেন তারা।
৬ মিনিট আগেময়মনসিংহের ত্রিশালে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর চিকিৎসায় ব্যবস্থাপত্রে প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ওষুধ লিখে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটির স্বজনদের দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাদিয়া আফরিন মৌসুমী এ ব্যবস্থাপত্র লিখেছেন।
১০ মিনিট আগেঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাধীন মোট ৩১ কিলোমিটার দৈর্ঘ্যের ৩৩টি রোড মিডিয়ানে (সড়ক বিভাজকের মধ্যবর্তী স্থান) বৃক্ষরোপণ ও সবুজায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) মিরপুর রোডের একাংশে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
২০ মিনিট আগে