Ajker Patrika

ঢাবির পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রদল: সাদ্দাম

ঢাবি প্রতিনিধি
ঢাবির পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রদল: সাদ্দাম

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন অভিযোগ করে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করতে ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চেষ্টা চালাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের এসব সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে না নিয়ে প্রতিহত করছে ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে দুপুর পৌনে ২টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। 

সাদ্দাম হোসাইন বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেবে না। দেশের যেকোনো সংকটে ছাত্রলীগ পাশে ছিল এবং থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যদি ছাত্রদলের নেতা–কর্মীরা প্রবেশ করে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চায়, তাহলে ছাত্রলীগ তাদেরকে পাল্টা জবাব দেবে।’ 

সাদ্দাম হোসাইন আরও বলেন, ‘এটা মিথ্যা কথা। ছাত্রলীগ কখনো আগে কারোর ওপর হামলা করে না। হয়তো সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে।’ 

ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডে ছাত্রলীগের এক সদস্য আহত হয়েছে বলেও জানান সাদ্দাম হোসাইন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত