উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় ফুটপাতে পড়ে ছিল আব্দুর রহমান শুভ (২৫) নামের এক যুবকের লাশ। পরিবারের দাবি, সে মাদকাসক্ত ছিল। যার কারণে লাশ অনিহা ছিল স্বজনদের। পরে পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
উত্তরা ৩ নম্বর সেক্টরের কল্যাণ সমিতির পাশের ফুটপাতে আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত মরদেহটি পড়ে ছিল। তারপর স্বজনদেরকে খুঁজে বের করে নিহতের বাবা দুলাল মিয়াকে বুঝিয়ে দেয় পুলিশ।
ওই যুবক উত্তরার জসিম উদ্দিন পাকার মাথার কেআরই প্রজেক্টের মো. দুলাল মিয়ার ছেলে। দুলাল মিয়া দ্বিতীয় বিয়ে করায় তাঁর বাবা ঠিকাদার আমান উল্লাহ বাসা থেকে তাকে বের করে দেন। পরবর্তীতে তিনি দ্বিতীয় বউ নিয়ে গাজীপুরের টঙ্গীর আরিচপুর বস্তিতে থাকেন। আর সেখানেই শুভ নেশায় জড়িয়ে পড়েন বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে।
উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসিন্দা ও বেসরকারি কর্মজীবি আশরাফুল ইসলাম তামিম আজকের পত্রিকাকে বলেন, কল্যাণ সমিতির পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পাই। জানতে পারি, ওই যুবক না খেয়ে মারা গেছে। কারণ তার পরিবারের কেউ তাকে দেখভাল করতো না।
তিনি বলেন, তার লাশ নিহতের বাবা-দাদারা কেউ নিতে চাচ্ছিল না। তারপর পুলিশ এসে পরিবারকে খবর দিয়ে নিয়ে এসে বিকেলে লাশ বুঝিয়ে দিয়েছে।
খোঁজখবর নিয়ে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় উত্তরার বিভিন্ন এলাকার ফুটপাতে পড়ে থাকতেন শুভ। কিছুদিন আগে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছিল পথচারীরা। এলাকাবাসীর ধারণা, অতিরিক্ত মাদকাসক্তের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ফুটপাতে পড়ে থাকা মৃত ওই যুবকের পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে তার বাবাসহ পরিবারের লোকজনকে খুঁজে বের করে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মৃত্যুর কারণ প্রসঙ্গে জানতে চাইলে ওসি হাফিজ বলেন, ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে।
আরও খবর পড়ুন:
রাজধানীর উত্তরায় ফুটপাতে পড়ে ছিল আব্দুর রহমান শুভ (২৫) নামের এক যুবকের লাশ। পরিবারের দাবি, সে মাদকাসক্ত ছিল। যার কারণে লাশ অনিহা ছিল স্বজনদের। পরে পুলিশের হস্তক্ষেপে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
উত্তরা ৩ নম্বর সেক্টরের কল্যাণ সমিতির পাশের ফুটপাতে আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত মরদেহটি পড়ে ছিল। তারপর স্বজনদেরকে খুঁজে বের করে নিহতের বাবা দুলাল মিয়াকে বুঝিয়ে দেয় পুলিশ।
ওই যুবক উত্তরার জসিম উদ্দিন পাকার মাথার কেআরই প্রজেক্টের মো. দুলাল মিয়ার ছেলে। দুলাল মিয়া দ্বিতীয় বিয়ে করায় তাঁর বাবা ঠিকাদার আমান উল্লাহ বাসা থেকে তাকে বের করে দেন। পরবর্তীতে তিনি দ্বিতীয় বউ নিয়ে গাজীপুরের টঙ্গীর আরিচপুর বস্তিতে থাকেন। আর সেখানেই শুভ নেশায় জড়িয়ে পড়েন বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে।
উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসিন্দা ও বেসরকারি কর্মজীবি আশরাফুল ইসলাম তামিম আজকের পত্রিকাকে বলেন, কল্যাণ সমিতির পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকার খবর পাই। জানতে পারি, ওই যুবক না খেয়ে মারা গেছে। কারণ তার পরিবারের কেউ তাকে দেখভাল করতো না।
তিনি বলেন, তার লাশ নিহতের বাবা-দাদারা কেউ নিতে চাচ্ছিল না। তারপর পুলিশ এসে পরিবারকে খবর দিয়ে নিয়ে এসে বিকেলে লাশ বুঝিয়ে দিয়েছে।
খোঁজখবর নিয়ে জানা যায়, নেশাগ্রস্ত অবস্থায় উত্তরার বিভিন্ন এলাকার ফুটপাতে পড়ে থাকতেন শুভ। কিছুদিন আগে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছিল পথচারীরা। এলাকাবাসীর ধারণা, অতিরিক্ত মাদকাসক্তের কারণে তাঁর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ফুটপাতে পড়ে থাকা মৃত ওই যুবকের পরিচয় পাওয়া যাচ্ছিল না। পরে তার বাবাসহ পরিবারের লোকজনকে খুঁজে বের করে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মৃত্যুর কারণ প্রসঙ্গে জানতে চাইলে ওসি হাফিজ বলেন, ধারণা করা হচ্ছে, হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে।
আরও খবর পড়ুন:
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে