নিজস্ব প্রতিবেদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
রাজধানীর ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত ৯টায় এই সংঘর্ষ শুরু হয়। ঢাকা কলেজের নর্থ এবং সাউথ ব্লকের শিক্ষার্থীদের মধ্যে শুরু হওয়া এই সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কলেজের আবাসিক শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ঢাকা কলেজের সাউথ ব্লকের আল আমিন নামের এক শিক্ষার্থীকে রাত সাড়ে ৮টায় ক্যাম্পাসের ভেতরে নর্থ ব্লকের কিছু শিক্ষার্থী মারধর করে। পরে ক্যাম্পাসে এই খবর ছড়িয়ে পড়লে দুই গ্রুপই দেশীয় অস্ত্র, লাঠি, রড, রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ১০ টির মতো ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে জানতে ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
কলেজ ছাত্রলীগের নেতা ফুয়াদ হাসন আজকের পত্রিকাকে বলেন, ‘জুনিয়রেদর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ঝামেলা হয়েছে বলে জানতে পেরেছি। আমি এখন কলেজে অবস্থান করছি। আপাতত কোন ঝামেলা নেই। তাদের সঙ্গে কথা বলে প্রশাসনের সহযোগিতায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
এর আগে গত বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা কলেজের ক্যান্টিনে খেয়ে টাকা না দেওয়া ও ক্যান্টিন ম্যানেজার টাকা চাওয়ায় উল্টো ক্যান্টিনে তালা দেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের গণধোলাইয়ের শিকার হয় ছাত্রলীগ কর্মী শাহারিয়া হাসান জিওন। তিনি ঢাকা কলেজের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী ও কলেজের নর্থ হলের আবাসিক শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত ১১টায় কলেজের পাশে বিশ্বাস বিল্ডার্সের নিচে এ ঘটনা ঘটে।
জিওনের অভিযোগ, সাউথ ব্লকের শিক্ষার্থীরা তাঁকে মারধর করেছে। এনিয়ে বৃহস্পিবার (১ সেপ্টেম্বর) এ নিয়ে রাতভর ক্যাম্পাসে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলে।
ধারনা করা হচ্ছে, আজ রাত সাড়ে ৮টায় প্রতিশোধ হিসেবে নর্থ ব্লকের শিক্ষার্থীরা সাউথ ব্লকের আল আমিন নামের ঐ শিক্ষার্থীকে মারধর করে। এনিয়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের শুরু হয়।
রাজধানীর ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার রাত ৯টায় এই সংঘর্ষ শুরু হয়। ঢাকা কলেজের নর্থ এবং সাউথ ব্লকের শিক্ষার্থীদের মধ্যে শুরু হওয়া এই সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কলেজের আবাসিক শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, ঢাকা কলেজের সাউথ ব্লকের আল আমিন নামের এক শিক্ষার্থীকে রাত সাড়ে ৮টায় ক্যাম্পাসের ভেতরে নর্থ ব্লকের কিছু শিক্ষার্থী মারধর করে। পরে ক্যাম্পাসে এই খবর ছড়িয়ে পড়লে দুই গ্রুপই দেশীয় অস্ত্র, লাঠি, রড, রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ১০ টির মতো ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে জানতে ঢাকা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউসুফকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি তা রিসিভ করেননি।
কলেজ ছাত্রলীগের নেতা ফুয়াদ হাসন আজকের পত্রিকাকে বলেন, ‘জুনিয়রেদর মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ঝামেলা হয়েছে বলে জানতে পেরেছি। আমি এখন কলেজে অবস্থান করছি। আপাতত কোন ঝামেলা নেই। তাদের সঙ্গে কথা বলে প্রশাসনের সহযোগিতায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’
এর আগে গত বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকা কলেজের ক্যান্টিনে খেয়ে টাকা না দেওয়া ও ক্যান্টিন ম্যানেজার টাকা চাওয়ায় উল্টো ক্যান্টিনে তালা দেওয়ায় সাধারণ শিক্ষার্থীদের গণধোলাইয়ের শিকার হয় ছাত্রলীগ কর্মী শাহারিয়া হাসান জিওন। তিনি ঢাকা কলেজের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী ও কলেজের নর্থ হলের আবাসিক শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত ১১টায় কলেজের পাশে বিশ্বাস বিল্ডার্সের নিচে এ ঘটনা ঘটে।
জিওনের অভিযোগ, সাউথ ব্লকের শিক্ষার্থীরা তাঁকে মারধর করেছে। এনিয়ে বৃহস্পিবার (১ সেপ্টেম্বর) এ নিয়ে রাতভর ক্যাম্পাসে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলে।
ধারনা করা হচ্ছে, আজ রাত সাড়ে ৮টায় প্রতিশোধ হিসেবে নর্থ ব্লকের শিক্ষার্থীরা সাউথ ব্লকের আল আমিন নামের ঐ শিক্ষার্থীকে মারধর করে। এনিয়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের শুরু হয়।
সক্ষমতা বৃদ্ধির ফলে দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্রবন্দর মোংলায় কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) বন্দরে হ্যান্ডলিং করা হয়েছে ৬ হাজার ৭৬৯ টিইইউস কনটেইনার, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি।
৮ মিনিট আগেনীলফামারীর সৈয়দপুর রেল কারখানার ইয়ার্ডে প্রায় তিন মাস পড়ে আছে ট্রেনের তিনটি কোচ। স্প্রিং সংকটের কারণে কোচগুলো মেরামত করা যাচ্ছে না। প্রতিটি ২ কোটি টাকা ব্যয়ে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ওই কোচগুলো খোলা জায়গায় থেকে নষ্ট হচ্ছে।
৮ মিনিট আগেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (নগর ও সদর) আসনে অংশগ্রহণ করতে চান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপির প্রভাবশালী এ নেতা সম্প্রতি নগরীতে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়, আইনজীবীদের সঙ্গে বৈঠক, গণসংযোগ, প্রচারণার মাধ্যমে এমনটি ইঙ্গিত দিয়েছেন।
৮ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্রপ্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ১২ দফা দাবি জানিয়েছে ছাত্রদল-সমর্থিত প্যানেল এবং ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন সমন্বয়ে গঠিত প্যানেল ‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’।
১ ঘণ্টা আগে