Ajker Patrika

এবার বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর টোল বুথ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ জুলাই ২০২২, ১৩: ০৪
এবার বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর টোল বুথ

পদ্মা সেতুর টোল বুথে ফের বাসের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে টোল প্লাজার একটি বুথ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় শরীয়তপুর এক্সপ্রেসের বাসটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

আজ শনিবার সকাল ১০টার দিকে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় এ ঘটনা ঘটে। 

পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এ খবর নিশ্চিত করে জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। এখন পদ্মা সেতু কর্তৃপক্ষ যদি চায় তাহলে মামলা করা হবে। 

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বলেন, ‘একটি বাস টোল বুথে ধাক্কা দিয়ে সামান্য ভেঙে ফেলেছে। এর আগেও একটি বাস দক্ষিণ প্রান্তে ধাক্কা দিয়ে টোলপ্লাজার ক্ষতি করেছিল। তখন মেরামতের জন্য জরিমানা করে বাসটি ছেড়ে দেওয়া হয়। এবারও হয়তো সে রকম ব্যবস্থা নেওয়া হবে। বাসটি জব্দ করে থানায় পাঠানো হয়েছে।’ 

আবুল হোসেন জানান, ক্ষতিগ্রস্ত টোল বুথে আপাতত টোল নেওয়া বন্ধ রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত