Ajker Patrika

ডা. ফয়েজ হত্যা: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৯: ০১
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

লক্ষ্মীপুরে জামায়াত নেতা ডা. ফয়েজ আহমদকে গুলি করে ছাদ থেকে ফেলে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।

আজ বৃহস্পতিবার নিহতের ছেলে ডা. হাসানুল বান্না এই অভিযোগ দায়ের করেন।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী, সেনাবাহিনীর চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো মেজর জেনারেল জিয়াউল আহসান, র‍্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাইদ মোহাম্মদসহ ৪১ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ২০১৩ সালের ১৩ ডিসেম্বর রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী র‍্যাবের স্টিকারযুক্ত একটি গাড়িতে করে আসামিরা ডা. ফয়েজ আহমদের বাড়িতে যান। তাঁরা লোহার গেট ভেঙে ফেলেন এবং ডা. ফয়েজ আহমদকে দ্বিতীয় তলার কক্ষ থেকে ধরে ছাদে নিয়া যান। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরা (আসামিরা) বাড়িতে প্রবেশ করে সব কক্ষের দরজার তালা ভেঙে তল্লাশি ও ভাঙচুর চালান।

ডা. ফয়েজ আহমদকে ছাদে নিয়ে তাঁদের হাতে থাকা আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথার সম্মুখভাগ ও নাকেমুখেসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাতের মাধ্যমে গুরুতর জখম করেন। পরে গুলি করে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত