জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সদ্য সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গত ৩০ জুন সাময়িক উপাচার্য অধ্যাপক নূরুল আলম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
চিঠিতে বলা হয়, গত ২৭ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী, রহিমা কানিজকে শর্তসাপেক্ষে রেজিস্ট্রার পদে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ৩০০ তম সিন্ডিকেটের আলোচ্যসূচির বিবিধ (ক)-তে বলা হয়, ‘এখন থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কোনো পর্যায়ে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে না।’
সুনির্দিষ্ট এ নির্দেশনা ও নিয়ম-নীতি থাকার পরেও তার তোয়াক্কা না করে চুক্তিভিত্তিক রেজিস্ট্রার নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি আজিম উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এতো বেশি ক্ষমতার অপব্যবহার করছেন যে, তারা যেখানে যা প্রয়োজন তা নিচ্ছে, যা বাদ দেওয়ার তা বাদ দিচ্ছে। তারা কাউকেই তোয়াক্কা করছেন না। প্রায়শই তারা স্ববিরোধী কাজ করে যাচ্ছেন। এটা অত্যন্ত লজ্জার বিষয় চোরকে চুরি করতে হলেও পরিপক্ক হতে হয়, কিন্তু এরা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) চুরি করারও পরিপক্কতা অর্জন করতে পারেনি।’
তিনি আরও বলেন, 'রেজিস্ট্রার নিয়োগে আমাদের সুস্পষ্ট দাবি ছিলো জ্যেষ্ঠতা অনুসরণ করা। কিন্তু তারা একজন সাবেক ডেপুটি রেজিস্ট্রারকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। মূলত পছন্দের ও আনুগত্যের কারণে প্রশাসন তাকে পুরস্কার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।'
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সদ্য সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গত ৩০ জুন সাময়িক উপাচার্য অধ্যাপক নূরুল আলম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এতে নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
চিঠিতে বলা হয়, গত ২৭ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী, রহিমা কানিজকে শর্তসাপেক্ষে রেজিস্ট্রার পদে ১ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ৩০০ তম সিন্ডিকেটের আলোচ্যসূচির বিবিধ (ক)-তে বলা হয়, ‘এখন থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কোনো পর্যায়ে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া যাবে না।’
সুনির্দিষ্ট এ নির্দেশনা ও নিয়ম-নীতি থাকার পরেও তার তোয়াক্কা না করে চুক্তিভিত্তিক রেজিস্ট্রার নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সভাপতি আজিম উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এতো বেশি ক্ষমতার অপব্যবহার করছেন যে, তারা যেখানে যা প্রয়োজন তা নিচ্ছে, যা বাদ দেওয়ার তা বাদ দিচ্ছে। তারা কাউকেই তোয়াক্কা করছেন না। প্রায়শই তারা স্ববিরোধী কাজ করে যাচ্ছেন। এটা অত্যন্ত লজ্জার বিষয় চোরকে চুরি করতে হলেও পরিপক্ক হতে হয়, কিন্তু এরা (বিশ্ববিদ্যালয় প্রশাসন) চুরি করারও পরিপক্কতা অর্জন করতে পারেনি।’
তিনি আরও বলেন, 'রেজিস্ট্রার নিয়োগে আমাদের সুস্পষ্ট দাবি ছিলো জ্যেষ্ঠতা অনুসরণ করা। কিন্তু তারা একজন সাবেক ডেপুটি রেজিস্ট্রারকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। মূলত পছন্দের ও আনুগত্যের কারণে প্রশাসন তাকে পুরস্কার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।'
সিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২ ঘণ্টা আগেফরিদপুরে ভাঙ্গা উপজেলায় মহাসড়কে এক পা আর ক্রাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন আনার আলী। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে মাঝেমধ্যে সড়কে বসেও পড়ছিলেন তিনি। তাঁর সঙ্গে থাকা বৃদ্ধ স্ত্রীর চোখেমুখে উদ্বেগের ছাপ।
২ ঘণ্টা আগেদেশের অন্যতম শীর্ষ চাল ব্যবসায়ী ও বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে