Ajker Patrika

হত্যা মামলায় কামাল মজুমদার রিমান্ড শেষে কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৫: ০৮
হত্যা মামলায় কামাল মজুমদার রিমান্ড শেষে কারাগারে

সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারকে রাজধানীর কাফরুল থানার একটি হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম সাইফুদ্দিন হোসাইন কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

সকালে কামাল মজুমদারকে কাফরুল থানায় দায়ের করা ইকরামুল হক হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হারুন অর রশীদ কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গত ১৯ অক্টোবর কামাল মজুমদারকে ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে ১৮ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে কাফরুল থানা-পুলিশ। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুর-১০ এর শাহ আলী মার্কেটের সামনে গুলিতে আহত হন ইকরামুল হক। চিকিৎসার জন্য তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত ১৪ আগস্ট তিনি মারা যান। 

এ ঘটনায় ইকরামুল হকের বাবা জিয়াউল হক ৭ সেপ্টেম্বর কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারনামীয় আসামি কামাল মজুমদার। 

উল্লেখ্য, সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কামাল আহমেদ মজুমদার। এর আগে একাদশ সংসদ নির্বাচনে জয়লাভ করে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় তিনি শিল্প প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 

কামাল মজুমদার ১৯৯৬,২০০৯ ও ২০১৪ সালেও আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি মোহনা টিভিরও চেয়ারম্যান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী মিরপুর, কাফরুল ও পল্লবী থানায় কয়েকজন আন্দোলনকারীর মৃত্যুর ঘটনায় দায়ের করা বেশ কয়েকটি হত্যা মামলার আসামি কামাল মজুমদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইপিএলে চাহালের রেকর্ড হ্যাটট্রিকের রাতে রহস্যময় পোস্ট এই নারীর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত