Ajker Patrika

কারখানায় মিলল চেয়ারে হাত-পা বাঁধা নিরাপত্তা কর্মীর গলাকাটা লাশ 

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
কারখানায় মিলল চেয়ারে হাত-পা বাঁধা নিরাপত্তা কর্মীর গলাকাটা লাশ 

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি স্টিল অ্যান্ড রি-রোলিং কারখানার নিরাপত্তা কর্মীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি প্লাস্টিকের চেয়ারের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে পাওয়া যায়। 

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলার শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরুদিয়া গ্রামের লিজেন্ড স্টিল অ্যান্ড রি-রোলিং কারখানা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত আব্দুল কুদ্দুস (৫৫) মাদারীপুরের কাওড়াকান্দি এলাকার মৃত লাল মিয়া আকনের ছেলে। তিনি সপরিবারে ঢাকার জুড়াইন এলাকার বাচ্চু হাজীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বাস করতেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার কারখানাটি বন্ধ ছিল। ভেতরে লাশ আছে বুঝতে পেরে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে কারখানার টিনের দরজা খুলে ভেতরে ঢুকে চেয়ারে বসা নিরাপত্তা কর্মীর গলা কাটা লাশ দেখতে পায়। 

পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করেন তাঁরা। তাঁকে পরিকল্পিতভাবে চেয়ারের সঙ্গে হাত-পা বেঁধে ধারালো কিছু দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত