উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর খিলক্ষেতের ঢাকা রিজেন্সি, উত্তরার খাজানা রেস্টুরেন্ট এবং দ্যা হোয়াইট হল বাফেট অ্যান্ড রেস্টুরেন্টকে সিলগালা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া রিজেন্সি হোটেল ও প্যারাডাইজ ভবনের মালিককে ৫ লাখ টাকা করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
উত্তরার ৩ নম্বর সেক্টর ও খিলক্ষেত এলাকায় আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
এ সময় রাজউক জোন-২/১-এর অথোরাইজড অফিসার প্রকৌশলী পলাশ সিকদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে থানা-পুলিশও সহযোগিতা করে।
উত্তরায় অভিযানকালে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, কয়টি ভবনে অভিযান পরিচালনা সময় ভবনের মালিকেরা রাজউকের অনুমোদিত নকশা দেখাতে ব্যর্থ হন। একই সঙ্গে তাঁরা যেন পরবর্তীকালে রাজউকের অনুমোদিত নকশা দেখিয়ে ব্যবসা পরিচালনা করার মর্মে ভবনের মালিকদের থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেন।
কামরুজ্জামান বলেন, জসীমউদ্দীনের প্যারাডাইস ভবনটি ১৪তলা। ভবনের ৬তলা পর্যন্ত কমার্শিয়াল। বাকি তলাগুলো আবাসিক। কিন্তু প্যারাডাইস ভবনের মালিক সাততলা থেকে বাকি তলাগুলো বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে আসছেন। এ জন্য প্যারাডাইস ভবনের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ওই ভবনে থাকা দ্যা হোয়াইট হল বাফেট অ্যান্ড রেস্টুরেন্টকে সিলগালা করা হয়। একই অভিযোগে খাজানা রেস্টুরেন্টকে সিলগালা করা হয়েছে।
রাজউকের অথোরাইজড অফিসার পলাশ সিকদার আজকের পত্রিকাকে বলেন, খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলের আংশিক সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আরও কিছু রেস্টুরেন্টকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে, সেগুলো সরিয়ে নেওয়ার জন্য।
রাজধানীর খিলক্ষেতের ঢাকা রিজেন্সি, উত্তরার খাজানা রেস্টুরেন্ট এবং দ্যা হোয়াইট হল বাফেট অ্যান্ড রেস্টুরেন্টকে সিলগালা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া রিজেন্সি হোটেল ও প্যারাডাইজ ভবনের মালিককে ৫ লাখ টাকা করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
উত্তরার ৩ নম্বর সেক্টর ও খিলক্ষেত এলাকায় আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
এ সময় রাজউক জোন-২/১-এর অথোরাইজড অফিসার প্রকৌশলী পলাশ সিকদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে থানা-পুলিশও সহযোগিতা করে।
উত্তরায় অভিযানকালে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, কয়টি ভবনে অভিযান পরিচালনা সময় ভবনের মালিকেরা রাজউকের অনুমোদিত নকশা দেখাতে ব্যর্থ হন। একই সঙ্গে তাঁরা যেন পরবর্তীকালে রাজউকের অনুমোদিত নকশা দেখিয়ে ব্যবসা পরিচালনা করার মর্মে ভবনের মালিকদের থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেন।
কামরুজ্জামান বলেন, জসীমউদ্দীনের প্যারাডাইস ভবনটি ১৪তলা। ভবনের ৬তলা পর্যন্ত কমার্শিয়াল। বাকি তলাগুলো আবাসিক। কিন্তু প্যারাডাইস ভবনের মালিক সাততলা থেকে বাকি তলাগুলো বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে আসছেন। এ জন্য প্যারাডাইস ভবনের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ওই ভবনে থাকা দ্যা হোয়াইট হল বাফেট অ্যান্ড রেস্টুরেন্টকে সিলগালা করা হয়। একই অভিযোগে খাজানা রেস্টুরেন্টকে সিলগালা করা হয়েছে।
রাজউকের অথোরাইজড অফিসার পলাশ সিকদার আজকের পত্রিকাকে বলেন, খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলের আংশিক সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আরও কিছু রেস্টুরেন্টকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে, সেগুলো সরিয়ে নেওয়ার জন্য।
শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যালয়ের টিফিনের সময় খাবার কিনতে গিয়ে অটোরিকশার চাপায় আতিকুর রহমান আতিক (৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার পর রাতে তার মৃত্যু হয়।
২৪ মিনিট আগেযশোর শহরে এক নারীকে স্ত্রী দাবি করে টানাটানি ও হাতাহাতিতে জড়ানো সেই দুই পুরুষ জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে তাঁরা যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিকে ওই নারীর ছেলে, ছেলের বউসহ স্বজনেরা দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে শায়েস্তা করতে কারাফটকে অবস্থান নিলে চরম
৩২ মিনিট আগেসাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জলজ উদ্ভিদ বৈচিত্র্য মেলা। জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়িত্বশীল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালীতে এ মেলার আয়োজন করা হয়।
৩৬ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের আট ঘণ্টা পর মুশফিকা জান্নাত (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্লাপাড়া এলাকার ঢেপা নদী থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুশফিকার মরদেহটি উদ্ধার করা হয়।
৪০ মিনিট আগে