Ajker Patrika

সামরিক বাহিনীর পোশাকে মানুষকে ফাঁসাত রনি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সামরিক বাহিনীর পোশাকে মানুষকে ফাঁসাত রনি

সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে নিরীহ ব্যক্তিদের বিভিন্ন সরকারি বাহিনীসহ অন্যান্য সংস্থায় চাকরি দেওয়ার প্রলোভন দেখাতেন তিনি। এভাবে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন। হাছনায়েত জামান রনি নামের এই প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ শুক্রবার বিকেল ৪টায় র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) জয়িতা শিল্পী আজকের পত্রিকাকে এ তথ্য জানান। 

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সামরিক বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা চালিয়ে যাওয়া হাছনায়েত জামান রনিকে (৩৬) গ্রেপ্তার করে র‍্যাব-৪। তাঁর কাছ থেকে এক সেট সামরিক বাহিনীর ইউনিফর্ম, এক জোড়া বুট, এক সেট র‍্যাংক বেজ, একটি ইউনিফর্ম পরিহিত হাফ ছবি ও একটি মোবাইল উদ্ধার করা হয়। 

এসপি জয়িতা শিল্পী বলেন, প্রথমে ওই ব্যক্তি সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত ছবি দিয়ে চাকরিপ্রত্যাশীদের আকৃষ্ট করত। পরে আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্নজনের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করেন। এ ছাড়া তিনি সুন্দরী অসহায় ডিভোর্সি মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করতেন। এ সম্পর্কে একপর্যায়ে তাঁদের কাছ থেকে স্বর্ণালংকার, দামি গয়নাসহ টাকা-পয়সা নিয়ে উধাও হয়ে যেত। পরে যোগাযোগ বন্ধ করে আত্মগোপন করতেন। বর্তমানে দুটি স্ত্রী রয়েছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত