জাবি প্রতিনিধি
‘দাঁড়াই তপ্ত আগুন আকাশ তলে’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নানা আয়োজনে চৈত্রসংক্রান্তি উৎসব উদ্যাপন করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের মৃৎ মঞ্চে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ছিল চৈত্রসংক্রান্তি উৎসব। আগামীকাল সোমবার পয়লা বৈশাখ উদ্যাপন করা হবে।
উৎসবে লাঠিখেলা, জলরংখেলা ও ব্যাঙের পান-চিনি (ব্যাঙের বিয়ে), ভেলা ও প্রদীপ ভাসানো, স্বরচিত বয়ান, ভবের গান ও ভাবের গানের আয়োজন করা হয়।
চৈত্রসংক্রান্তির উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘সকল পরিবর্তনের মধ্যেও এক অপরিবর্তনীয় সহমর্মিতা ও সহাবস্থানের উদাহরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ ধরনের আয়োজন আমাকে আমার পথ দেখায়। চৈত্রসংক্রান্তিতে বাংলা নববর্ষের প্রাক্কালে আমি সবার কাছে নিবেদন করব, বাঙালির চিরাচরিত এই বৈশিষ্ট্য চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব।
আমরা একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই, যেখানে সবাই বাঁচুক। আমরা সহাবস্থানের সংগ্রাম করেছি। আমি বিশ্বাস করি, তারুণ্যের জয়গান। আমি যেমন গাইব, তেমনি একই সঙ্গে তরুণদের প্রতি আমার দায়িত্ব পালনের যে অঙ্গীকার রয়েছে, সেটাও পালন করব।’
আয়োজক কমিটির আহ্বায়ক নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল হাবিব বলেন, ‘আমরা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ দুই দিনব্যাপী চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখের আয়োজন করেছি। এই আয়োজনে আমরা ঐতিহ্যবাহী অনেকগুলো নাটকে লাঠিখেলা রেখেছি। যেগুলো আমাদের ঐতিহ্যের সঙ্গে যায়। কলা ও মানবিকী অনুষদের ডিনের অনুপ্রেরণায় ব্যাঙের পান-চিনি অনুষ্ঠান রাখা হয়েছে। আমাদের আয়োজনের স্লোগান হলো, ‘দাঁড়াই তপ্ত আগুন আকাশতলে’
আশরাফুল হাবিব বলেন, ‘গাজায় মানুষ হত্যা, দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সারা পৃথিবীতে অসহিষ্ণুতা চলছে। আমরা দেখছি, স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধুর সম্পর্কের মধ্যে কোথায়ও জানি একটা ঘাটতি রয়েছে। আমরা চাই, নতুন বছরে শিক্ষক-শিক্ষার্থীদের মধুর সম্পর্কটা যেন পুনঃস্থাপিত হয়। আমরা যেন আমাদের ঐতিহ্যকে ধারণ করি ও লালন করি। আমরা একটি উন্নয়মুখী ও মানবিক বাংলাদেশ চাই। সেই লক্ষ্যকে ধারণ করে এবারের উৎসব আয়োজন করেছি।’
‘দাঁড়াই তপ্ত আগুন আকাশ তলে’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নানা আয়োজনে চৈত্রসংক্রান্তি উৎসব উদ্যাপন করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের মৃৎ মঞ্চে উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ছিল চৈত্রসংক্রান্তি উৎসব। আগামীকাল সোমবার পয়লা বৈশাখ উদ্যাপন করা হবে।
উৎসবে লাঠিখেলা, জলরংখেলা ও ব্যাঙের পান-চিনি (ব্যাঙের বিয়ে), ভেলা ও প্রদীপ ভাসানো, স্বরচিত বয়ান, ভবের গান ও ভাবের গানের আয়োজন করা হয়।
চৈত্রসংক্রান্তির উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘সকল পরিবর্তনের মধ্যেও এক অপরিবর্তনীয় সহমর্মিতা ও সহাবস্থানের উদাহরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ ধরনের আয়োজন আমাকে আমার পথ দেখায়। চৈত্রসংক্রান্তিতে বাংলা নববর্ষের প্রাক্কালে আমি সবার কাছে নিবেদন করব, বাঙালির চিরাচরিত এই বৈশিষ্ট্য চর্চার মধ্য দিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব।
আমরা একটি বাংলাদেশ নির্মাণ করতে চাই, যেখানে সবাই বাঁচুক। আমরা সহাবস্থানের সংগ্রাম করেছি। আমি বিশ্বাস করি, তারুণ্যের জয়গান। আমি যেমন গাইব, তেমনি একই সঙ্গে তরুণদের প্রতি আমার দায়িত্ব পালনের যে অঙ্গীকার রয়েছে, সেটাও পালন করব।’
আয়োজক কমিটির আহ্বায়ক নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশরাফুল হাবিব বলেন, ‘আমরা নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ দুই দিনব্যাপী চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখের আয়োজন করেছি। এই আয়োজনে আমরা ঐতিহ্যবাহী অনেকগুলো নাটকে লাঠিখেলা রেখেছি। যেগুলো আমাদের ঐতিহ্যের সঙ্গে যায়। কলা ও মানবিকী অনুষদের ডিনের অনুপ্রেরণায় ব্যাঙের পান-চিনি অনুষ্ঠান রাখা হয়েছে। আমাদের আয়োজনের স্লোগান হলো, ‘দাঁড়াই তপ্ত আগুন আকাশতলে’
আশরাফুল হাবিব বলেন, ‘গাজায় মানুষ হত্যা, দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সারা পৃথিবীতে অসহিষ্ণুতা চলছে। আমরা দেখছি, স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধুর সম্পর্কের মধ্যে কোথায়ও জানি একটা ঘাটতি রয়েছে। আমরা চাই, নতুন বছরে শিক্ষক-শিক্ষার্থীদের মধুর সম্পর্কটা যেন পুনঃস্থাপিত হয়। আমরা যেন আমাদের ঐতিহ্যকে ধারণ করি ও লালন করি। আমরা একটি উন্নয়মুখী ও মানবিক বাংলাদেশ চাই। সেই লক্ষ্যকে ধারণ করে এবারের উৎসব আয়োজন করেছি।’
সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জলজ উদ্ভিদ বৈচিত্র্য মেলা। জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়িত্বশীল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালীতে এ মেলার আয়োজন করা হয়।
৪ মিনিট আগেদিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের আট ঘণ্টা পর মুশফিকা জান্নাত (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্লাপাড়া এলাকার ঢেপা নদী থেকে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মুশফিকার মরদেহটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেনাটোরের নওয়াপাড়ায় বাইক রেসিংয়ের সময় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ সাকিব (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে নওয়াপাড়া নাটোর-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর তীর ঘেঁষে ড্রেজার দিয়ে বালু তুলতে বাধা দিয়েছেন গ্রামবাসী। তাঁদের প্রতিরোধের মুখে বালু উত্তোলনকারী ইজারাদার পক্ষ ড্রেজার সরিয়ে নিতে বাধ্য হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে