উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর বাড্ডা থেকে শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল হোসেনকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন (র্যাব)। এ সময় তাঁর সহযোগী ইব্রাহীম খলিল বাবুকেও (২৮) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১১টায় র্যাব-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম এ তথ্য জানান। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা থানাধীন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকার কাজীবাড়ি সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব।
মোজাম্মেল হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে এবং ইব্রাহীম খলিল বাবু বাড্ডার সাতারকুলের আব্দুল খালেকের ছেলে।
গ্রেপ্তার দুজনের কাছ থেকে দুটি গুলিভর্তি দুটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। সেই সঙ্গে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
র্যাব কর্মকর্তা জাকিউল করিম বলেন, গ্রেপ্তার মোজাম্মেল ও তাঁর সহযোগী বাবু চাঁদাবাজি ও মাদক কারবার করতেন। তাঁরা অস্ত্র ভাড়া ও কেনাবেচার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে এসব স্বীকারোক্তি দিয়েছেন তাঁরা।
জাকিউল করিম বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র ও হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তাঁর সহযোগীদের সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেছে।
জাকিউল করিম আরও বলেন, রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদ, সাতারকুল, কাজীবাড়ি এবং রূপগঞ্জের নাওড়া এলাকায় মোজাম্মেল ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক কারবার ও অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।
জাকিউল করিম বলেন, বাড্ডার বেরাইদ ব্রিজ হয়ে মোটরসাইকেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকার ভেতর দিয়ে মাদক কারবারের উদ্দেশে কাজীবাড়ির দিকে যাচ্ছিল শীর্ষ সন্ত্রাসী ও তাঁর সহযোগী। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র্যাব।
রাজধানীর বাড্ডা থেকে শীর্ষ সন্ত্রাসী মোজাম্মেল হোসেনকে (৩৩) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন (র্যাব)। এ সময় তাঁর সহযোগী ইব্রাহীম খলিল বাবুকেও (২৮) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১১টায় র্যাব-১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম এ তথ্য জানান। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা থানাধীন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকার কাজীবাড়ি সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করে র্যাব।
মোজাম্মেল হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নাওড়া গ্রামের মৃত আলী হোসেনের ছেলে এবং ইব্রাহীম খলিল বাবু বাড্ডার সাতারকুলের আব্দুল খালেকের ছেলে।
গ্রেপ্তার দুজনের কাছ থেকে দুটি গুলিভর্তি দুটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়। সেই সঙ্গে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
র্যাব কর্মকর্তা জাকিউল করিম বলেন, গ্রেপ্তার মোজাম্মেল ও তাঁর সহযোগী বাবু চাঁদাবাজি ও মাদক কারবার করতেন। তাঁরা অস্ত্র ভাড়া ও কেনাবেচার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে এসব স্বীকারোক্তি দিয়েছেন তাঁরা।
জাকিউল করিম বলেন, অস্ত্রধারী সন্ত্রাসী মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র ও হত্যা মামলা রয়েছে। এ ছাড়া তাঁর সহযোগীদের সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেছে।
জাকিউল করিম আরও বলেন, রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদ, সাতারকুল, কাজীবাড়ি এবং রূপগঞ্জের নাওড়া এলাকায় মোজাম্মেল ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে মাদক কারবার ও অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।
জাকিউল করিম বলেন, বাড্ডার বেরাইদ ব্রিজ হয়ে মোটরসাইকেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকার ভেতর দিয়ে মাদক কারবারের উদ্দেশে কাজীবাড়ির দিকে যাচ্ছিল শীর্ষ সন্ত্রাসী ও তাঁর সহযোগী। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র্যাব।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৫ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
৮ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৭ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২৮ মিনিট আগে