Ajker Patrika

জি কে শামীমের মাকে জামিন দেননি হাইকোর্ট, আত্মসমর্পণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জি কে শামীমের মাকে জামিন দেননি হাইকোর্ট, আত্মসমর্পণের নির্দেশ

দুদকের মামলায় জি কে শামীমের মা আয়েশা আকতারকে আগাম জামিন দেননি হাইকোর্ট। তাঁকে আগামী আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। 

আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত সপ্তাহে আগাম জামিন চেয়ে আবেদন করেন আয়েশা আক্তার। ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গত মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত জি কে শামীম এবং তাঁর মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুদকের দেওয়া চার্জশিট আমলে নেন। পলাতক থাকায় আয়েশা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। আগামী ১৫ ডিসেম্বর গ্রেপ্তারসংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ঠিক করেছেন আদালত। তবে এদিন শুনানিকালে জি কে শামীমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। 

২০১৯ সালে জি কে শামীম ও তাঁর মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত