Ajker Patrika

সাংবাদিক ছাঁটাই বন্ধ ও ওয়েজবোর্ড চালু না হলে কঠোর কর্মসূচি: ডিইউজে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাংবাদিক ছাঁটাই বন্ধ ও ওয়েজবোর্ড চালু না হলে কঠোর কর্মসূচি: ডিইউজে

টেলিভিশন, পত্রিকাসহ সব সংবাদমাধ্যমে ওয়েজ বোর্ড চালু, সাংবাদিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা।

আজ সোমবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেন তারা। সমাবেশে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজেসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতারাও যোগ দেন।

ডিইউজের সাধারণ সম্পাদক আখতার হোসেন বলেন, ওয়েজ বোর্ডের সুবিধা দেশের অধিকাংশ সাংবাদিক পাচ্ছেন না। অবিলম্বে পত্রিকা, টেলিভিশনসহ সব সংবাদমাধ্যমে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে ডিইউজে কঠোর কর্মসূচি দেবে। ছাঁটাই করা সাংবাদিকদের ৪৮ ঘণ্টার মধ্যে পুনর্বহাল না করলে ডিইউজে অ্যাকশনে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, পত্রিকা বন্ধ করা কোনো সমাধান নয়। সাংবাদিকতাকে বিকশিত হতে দিতে হবে। সাংবাদিকেরা প্রগতির পক্ষে, স্বাধীনতার পক্ষে, দেশের পক্ষে কাজ করে। তাদের ওপর নির্যাতন বন্ধ না হলে গোটা রাষ্ট্র ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হবে। সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলা করতে হলে তথ্য মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার দাবিও জানান তিনি।

সোহেল হায়দার বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা হবে না বলে আইনমন্ত্রী আশ্বাস দিলেও তিনি কথা রাখেননি। এ জন্য তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন এই সাংবাদিক নেতা। বলেন, শিগগিরই সাংবাদিকদের দাবি দাওয়া নিয়ে তারা তথ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। এরপরও দাবি আদায় না হলে ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তিনি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এন আই মিঠু বলেন, আইন কানুন মেনে সংবাদমাধ্যম পরিচালনা করতে হবে। দেশে যাতে সঠিক সাংবাদিকতার বিকাশ হয়, সে জন্য সরকার ও মালিক পক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে। নইলে সাংবাদিকেরা কঠোর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত