Ajker Patrika

চট্টগ্রামের দুই খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামের দুই খালের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

চট্টগ্রামের চাকতাই খাল ও রাজাখালি খালের জায়গায় থাকা ১২৬ অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৯০ দিনের মধ্যে তা উচ্ছেদ করতে বলা হয়েছে। তবে উচ্ছেদের আগে নিজ খরচে এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দিতে বলেছেন আদালত। 

এই সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে আজ বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ রায় দেন। 

পরিবেশ, অর্থ, এলজিআরডি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, সিডিএ চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রামের জেলা প্রশাসক, এডিসি, চট্টগ্রামের পুলিশ কমিশনার, বাকলিয়ার এসিল্যান্ড এবং ওসিকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। 

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান। 

পরে মনজিল মোরসেদ বলেন, চট্টগ্রাম শহরের ওই দুই খালের সীমানা চিহ্নিত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নির্মাণকাজ বন্ধে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট করেছিল। ওই রিটের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ৬ জুন হাইকোর্ট রুল জারি করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে জেলা প্রশাসন প্রতিবেদন দাখিল করে জানান, রাজাখালি এলাকায় ৬১ এবং চাকতাই এলাকায় ৬৫টি অবৈধ স্থাপনা রয়েছে। হাইকোর্ট এসব উচ্ছেদ করতে বলেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত