Ajker Patrika

সংসদ সদস্য ওয়াহেদের বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত রিট খারিজ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মার্চ ২০২৪, ২০: ৫৪
সংসদ সদস্য ওয়াহেদের বিদেশি নাগরিকত্ব সংক্রান্ত রিট খারিজ 

ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য এম এ ওয়াহেদের পদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এমপি ওয়াহেদের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তিনি বলেন, ‘নির্বাচনের আগেই দুটি রিট ফাইল করা হয়েছিল। প্রথম করেছিল ভালুকার দুজন ভোটার। তারা ওয়াহেদের মনোনয়ন বৈধ বলে নির্বাচন কমিশনের নেওয়া সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেছিল। তাতে হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করলে তিনি আটকে যান। আমরা চেম্বারে গেলে হাইকোর্টের আদেশ স্থগিত হয়। এতে তিনি নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করেন এবং গেজেট প্রকাশ হয়।’

শাহ মঞ্জুরুল হক আরও বলেন, ‘পরে ওয়াহেদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাজিম উদ্দিন আহমেদ আরও একটি রিট করেন। যাতে বলা হয়, ওয়াহেদ পাপুয়া নিউ গিনির নাগরিক। তাই নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে সিদ্ধান্ত দিতে পারে। শপথের পর বিষয়টি শুনানি করে হাইকোর্ট তদন্তের নির্দেশসহ রুল জারি করেন। আমরা চেম্বারে গেলে হাইকোর্টের আদেশে স্থিতাবস্থা দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। আপিল বিভাগ আজকে রিটগুলো খারিজ করে দিয়েছেন। আদালত বলেছেন প্রয়োজনে তারা নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে পারেন।’

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ এর নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এম এ ওয়াহেদ পাপুয়া নিউগিনির নাগরিক কি না— তা তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী কাজিম উদ্দিন আহমেদের করা রিটের পরিপ্রেক্ষিতে গত ১০ জানুয়ারি রুলসহ ওই আদেশ দেন। নির্বাচন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়। কাজিম উদ্দিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজীবুল আলম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত