Ajker Patrika

জুরাইনে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ২৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুন ২০২২, ২৩: ১৭
জুরাইনে পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ২৩

রাজধানীর ওয়ারীর জুরাইন রেলগেট এলাকায় তিন পুলিশ সদস্যকে বেধড়ক মারধরের ঘটনায় এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আশরাফ হোসেন বলেন, ‘রাজধানীর ওয়ারীর জুরাইন রেলগেট এলাকায় উল্টো পথে আসা মোটরসাইকেল আটকে কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে ট্রাফিক সার্জেন্টসহ তিন পুলিশ সদস্যকে বেধড়ক মারধরের ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার দিন ছয়জনকে গ্রেপ্তার করা হয়। আর গত ২৪ ঘণ্টায় ১৭ জনসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।’ 

গ্রেপ্তারকৃতদের রিমান্ডের আবেদন করা হবে কি না, জানতে চাইলে ওয়ারী বিভাগের ডিসি বলেন, ‘গ্রেপ্তার করে সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কাজ করছি।’ 

এ ঘটনায় গত মঙ্গলবার (৭ জুন) রাতে অজ্ঞাত ৪৫০ জনের বিরুদ্ধে শ্যামপুর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন আহত সার্জেন্ট আলী হোসেন। 

ঘটনার শুরুটা ধরা পড়ে ট্রাফিক সার্জেন্টের শরীরের সঙ্গে থাকা ক্যামেরায়। সেখানে দেখা যায়, চালকের কাছে মোটরসাইকেলের কাগজ চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। ওই মোটরসাইকেলে থাকা নারী ও পুরুষ নিজেদের আইনজীবী ও সাংবাদিক পরিচয় দিয়ে ইউনিফর্মে থাকা সার্জেন্টের কাছে উল্টো তাঁর পরিচয়পত্র দেখতে চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত