Ajker Patrika

ডিম ছোড়াছুড়ি ও হট্টগোলের মধ্যেই নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিম ছোড়াছুড়ি ও হট্টগোলের মধ্যেই নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

বিক্ষোভ, হট্টগোল ও ডিম ছোড়াছুড়ির মধ্যেই দায়িত্ব গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন কমিটি। আজ রোববার দুপুরে নবনির্বাচিত সভাপতি মো. মমতাজ উদ্দিন ফকির ও সেক্রেটারি মো. আব্দুন নূর দুলালের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। 

বিএনপি সমর্থিত আইনজীবীদের বিক্ষোভের মুখে মাত্র ১০ মিনিটেই অনুষ্ঠান শেষ করে বের হয়ে যান আওয়ামীপন্থী আইনজীবীরা। এ সময় তাঁদের দিকে ডিম ছুড়ে মারেন বিএনপিপন্থী আইনজীবীরা। পরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আওয়ামীপন্থী আইনজীবী ও বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভে সারা দিনই উত্তপ্ত ছিল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। 

এদিকে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামের দরজা বন্ধ করে দেওয়ায় এর সামনেই নবগঠিত অ্যাডহক কমিটি মতবিনিময় করে। কমিটির আহ্বায়ক সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ বলেন, ‘দুপুর ২টায় আইনজীবীদের সঙ্গে অডিটোরিয়ামে মতবিনিময় করার কথা ছিল। কিন্তু চর দখলের মতো তারা চারদিকে তালা মেরে রাখায় আমরা অডিটোরিয়ামের সামনেই মতবিনিময় করছি।’ এর আগে বিশিষ্ট আইনজীবী ও সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম আমির-উল ইসলামের নেতৃত্বে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার কথা জানান তিনি। 

গত ১৫ ও ১৬ মার্চ হট্টগোল, হামলা, ভাঙচুর, আইনজীবী ও সাংবাদিকদের ওপর হামলার মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন হচ্ছে না দাবি করে ভোট থেকে বিরত থাকে বিএনপি সমর্থিত আইনজীবীরা। পরে ১৪ পদের সব কটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়। 

আর ৩০ মার্চ ‘সুপ্রিম কোর্ট বার সমিতির সদস্যবৃন্দ’র ব্যানারে তলবি সভা ডেকে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। এতে সিনিয়র আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদকে আহ্বায়ক এবং আইনজীবী শাহ্ আহমেদ বাদলকে সদস্যসচিব করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম। তাঁদের মতে, নতুন নির্বাচনের আগ পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন কমিটির নির্দেশনা অনুযায়ী সুপ্রিম কোর্ট বারের কার্যক্রম চলবে। সেই সঙ্গে নতুন ভোটার তালিকা প্রণয়ন করে আগামী ১৪ ও ১৫ জুন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত