নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবীউল্লাহ নবী এবং মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মনসুর আলম ওরফে মনসুরকে পৃথক দুটি নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে নবীউল্লাকে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় এবং মনসুরকে বংশাল থানার একটি নাশকতার মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। দুই মামলার পৃথক দুই তদন্ত কর্মকর্তা প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন করেন।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী আসামি নবীউল্লাকে ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন আসামি মনসুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ৬ জানুয়ারি দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। আগের দিন রাতে নবীকে উত্তরার একটি বাসা থেকে ও মনসুরকে লালবাগ থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নবীউল্লাহ নবীকে গত বছর ৫ নভেম্বরে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। যাত্রাবাড়ী থানায় গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
অন্যদিকে মনসুরকে বংশাল থানায় গত নভেম্বরে দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
দুই মামলায় পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর ঘটনায় তাঁরা জড়িত। ঘটনায় এই দুজনের তথ্য-প্রমাণ পেয়ে আটক করা হয়।
বিএনপি ও সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগে গত শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন দেওয়া হয়। আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় নবীউল্লাহ নবীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবীউল্লাহ নবী এবং মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মনসুর আলম ওরফে মনসুরকে পৃথক দুটি নাশকতার মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকেলে নবীউল্লাকে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় এবং মনসুরকে বংশাল থানার একটি নাশকতার মামলায় তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। দুই মামলার পৃথক দুই তদন্ত কর্মকর্তা প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন করেন।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী আসামি নবীউল্লাকে ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন আসামি মনসুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে ৬ জানুয়ারি দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। আগের দিন রাতে নবীকে উত্তরার একটি বাসা থেকে ও মনসুরকে লালবাগ থেকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
নবীউল্লাহ নবীকে গত বছর ৫ নভেম্বরে যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। যাত্রাবাড়ী থানায় গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
অন্যদিকে মনসুরকে বংশাল থানায় গত নভেম্বরে দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
দুই মামলায় পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগানোর ঘটনায় তাঁরা জড়িত। ঘটনায় এই দুজনের তথ্য-প্রমাণ পেয়ে আটক করা হয়।
বিএনপি ও সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগে গত শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন দেওয়া হয়। আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে ৮ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় নবীউল্লাহ নবীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে