জাবি প্রতিনিধি
জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে নতুন একটি প্ল্যাটফর্মের উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল শুক্রবার বিকেলে জাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের ছাদে এই মতবিনিময় হয়।
এ সময় নতুন এই প্ল্যাটফর্মের ‘আইডিওলজি’, অর্থের উৎস, নেতৃত্ব নির্বাচন—এসব নিয়ে আলোচনা হয়। তা ছাড়া মুক্তিযুদ্ধ, ধর্ম, নারী, আদিবাসী ইত্যাদি বিষয়ে নিজেদের অবস্থান কেমন হবে—এসবও আলোচনায় উঠে আসে। সবকিছু ছাপিয়ে ‘বাংলাদেশপন্থী’ রাজনীতি করবে নতুন এই প্ল্যাটফর্ম।
প্ল্যাটফর্মের উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল উল্লেখ করার মতো। তবে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বিন্যাসে সেই অবদানের যথাযথ প্রতিফলন ঘটতে দেওয়া হয়নি গোষ্ঠীস্বার্থের কারণে। আমরা জুলাইয়ের স্পিরিট ধারণ করে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছি, যেখানে জাবিয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই। সেই লক্ষ্যেই আমরা আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছি।’ জাবিতে যে সাড়া পেয়েছেন, তা তাঁর আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে বলে জানান তিনি।
এদিকে এই মতবিনিময় সভার আয়োজক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির সাবেক শিক্ষার্থী তানভীর কল্লোল বলেন, ‘জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তিকে তাঁর অবদানের স্বীকৃতি দেওয়া, শহীদদের মর্যাদা প্রতিষ্ঠা এবং মেধার যথাযথ মূল্যায়নের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য একটি প্ল্যাটফর্ম জরুরি। তারই অংশ হিসেবে আজ জাবিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। আমরা আশা করছি, এপ্রিলে আসন্ন নতুন প্ল্যাটফর্ম বাংলাদেশের মানুষের এই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।’
জুলাই অভ্যুত্থানের শক্তি হিসেবে নতুন একটি প্ল্যাটফর্মের উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। গতকাল শুক্রবার বিকেলে জাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের ছাদে এই মতবিনিময় হয়।
এ সময় নতুন এই প্ল্যাটফর্মের ‘আইডিওলজি’, অর্থের উৎস, নেতৃত্ব নির্বাচন—এসব নিয়ে আলোচনা হয়। তা ছাড়া মুক্তিযুদ্ধ, ধর্ম, নারী, আদিবাসী ইত্যাদি বিষয়ে নিজেদের অবস্থান কেমন হবে—এসবও আলোচনায় উঠে আসে। সবকিছু ছাপিয়ে ‘বাংলাদেশপন্থী’ রাজনীতি করবে নতুন এই প্ল্যাটফর্ম।
প্ল্যাটফর্মের উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, ‘জুলাই অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল উল্লেখ করার মতো। তবে অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক বিন্যাসে সেই অবদানের যথাযথ প্রতিফলন ঘটতে দেওয়া হয়নি গোষ্ঠীস্বার্থের কারণে। আমরা জুলাইয়ের স্পিরিট ধারণ করে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার চেষ্টা করছি, যেখানে জাবিয়ানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই। সেই লক্ষ্যেই আমরা আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছি।’ জাবিতে যে সাড়া পেয়েছেন, তা তাঁর আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে বলে জানান তিনি।
এদিকে এই মতবিনিময় সভার আয়োজক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটির সাবেক শিক্ষার্থী তানভীর কল্লোল বলেন, ‘জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তিকে তাঁর অবদানের স্বীকৃতি দেওয়া, শহীদদের মর্যাদা প্রতিষ্ঠা এবং মেধার যথাযথ মূল্যায়নের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য একটি প্ল্যাটফর্ম জরুরি। তারই অংশ হিসেবে আজ জাবিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। আমরা আশা করছি, এপ্রিলে আসন্ন নতুন প্ল্যাটফর্ম বাংলাদেশের মানুষের এই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।’
গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
১ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৬ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগে