নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানকে একই দিনে ২৩ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ আরও ১৩ জনকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী পৃথক আদেশে মোট ৪৭ মামলায় ১৪ জনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন ব্যক্তির হতাহত হওয়ার ঘটনায় করা বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। জানা গেছে, বেশির ভাগই হত্যা মামলা এবং বাকিগুলো হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
সূত্র থেকে জানা যায়, সালমান এফ রহমানকে রাজধানীর পল্টন থানায় করা ১৭ মামলায়, মিরপুর থানার ৪ মামলায়, ধানমন্ডি থানার ১ মামলায় ও বাড্ডা থানার ১ মামলায় পৃথকভাবে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে মিরপুর থানার ৭ মামলায়, ধানমন্ডি, মোহাম্মদপুর, বনানী ও বাড্ডা থানার ১টি করে মামলায় অর্থাৎ মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে মিরপুর থানার ৪ মামলায়, ধানমন্ডি থানার ৩ মামলায়, মোহাম্মদ থানার ২ মামলায় ও বাড্ডা থানার ২ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আবদুল্লাহ আল-মামুনকে এক দিনে মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাবেক ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে মিরপুর থানার ৩ মামলা, বাড্ডা থানার ২ মামলা এবং ধানমন্ডি ও মোহাম্মদপুর থানার ১টি করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পলককে মোট ৭টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে মোহাম্মদপুর থানায় করা ২ মামলায় এবং মিরপুর ধানমন্ডি বাড্ডা ও আদাবর থানায় করা ১টি করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অর্থাৎ, ইনুকে মোট ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক সংসদ সদস্য মো. সাদেক খানকে মোহাম্মদপুর থানার ২ মামলা ও আদাবর থানার ১ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে মোট ৩টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে মিরপুর থানার ২ মামলায় ও মোহাম্মদপুর থানার ১ মামলায় অর্থাৎ মোট ৩ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে ধানমন্ডি থানার ১ মামলায় ও বাড্ডা থানার ১ মামলায় অর্থাৎ ২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ছাড়া সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে মোহাম্মদপুর থানার ১ মামলায়, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে মিরপুর থানার ১ মামলায়, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে মোহাম্মদপুর থানার ১ মামলায়, সাংবাদিক ফারজানা রুপাকে মোহাম্মদপুর থানার ১ মামলায়, সাবেক পুলিশ কর্মকর্তা মশিউর রহমানকে তেজগাঁও থানার ১ মামলায় এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলামকে তেজগাঁও থানার ১ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রত্যেক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলোর ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্তের স্বার্থে প্রত্যেককে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
গ্রেপ্তার দেখানোর জন্য প্রত্যেককে সকালে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাদের আবার কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন। তবে মোহাম্মদপুর থানায় এক মামলায় আনিসুল হককে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তার সুবিধামতো সময়ে কারাগার থেকে তাঁকে রিমান্ডে নেওয়া হবে বলে জানা গেছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে উপরিউক্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে প্রত্যেককে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানকে একই দিনে ২৩ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যসহ আরও ১৩ জনকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী পৃথক আদেশে মোট ৪৭ মামলায় ১৪ জনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন ব্যক্তির হতাহত হওয়ার ঘটনায় করা বিভিন্ন মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। জানা গেছে, বেশির ভাগই হত্যা মামলা এবং বাকিগুলো হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রসিকিউশন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
সূত্র থেকে জানা যায়, সালমান এফ রহমানকে রাজধানীর পল্টন থানায় করা ১৭ মামলায়, মিরপুর থানার ৪ মামলায়, ধানমন্ডি থানার ১ মামলায় ও বাড্ডা থানার ১ মামলায় পৃথকভাবে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে মিরপুর থানার ৭ মামলায়, ধানমন্ডি, মোহাম্মদপুর, বনানী ও বাড্ডা থানার ১টি করে মামলায় অর্থাৎ মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে মিরপুর থানার ৪ মামলায়, ধানমন্ডি থানার ৩ মামলায়, মোহাম্মদ থানার ২ মামলায় ও বাড্ডা থানার ২ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আবদুল্লাহ আল-মামুনকে এক দিনে মোট ১১টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাবেক ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে মিরপুর থানার ৩ মামলা, বাড্ডা থানার ২ মামলা এবং ধানমন্ডি ও মোহাম্মদপুর থানার ১টি করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পলককে মোট ৭টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে মোহাম্মদপুর থানায় করা ২ মামলায় এবং মিরপুর ধানমন্ডি বাড্ডা ও আদাবর থানায় করা ১টি করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অর্থাৎ, ইনুকে মোট ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক সংসদ সদস্য মো. সাদেক খানকে মোহাম্মদপুর থানার ২ মামলা ও আদাবর থানার ১ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে মোট ৩টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে মিরপুর থানার ২ মামলায় ও মোহাম্মদপুর থানার ১ মামলায় অর্থাৎ মোট ৩ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালাকে ধানমন্ডি থানার ১ মামলায় ও বাড্ডা থানার ১ মামলায় অর্থাৎ ২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ ছাড়া সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনিকে মোহাম্মদপুর থানার ১ মামলায়, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানকে মিরপুর থানার ১ মামলায়, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে মোহাম্মদপুর থানার ১ মামলায়, সাংবাদিক ফারজানা রুপাকে মোহাম্মদপুর থানার ১ মামলায়, সাবেক পুলিশ কর্মকর্তা মশিউর রহমানকে তেজগাঁও থানার ১ মামলায় এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মাজহারুল ইসলামকে তেজগাঁও থানার ১ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রত্যেক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনে তদন্ত কর্মকর্তারা উল্লেখ করেছেন, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলাগুলোর ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে। মামলার তদন্তের স্বার্থে প্রত্যেককে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে।
গ্রেপ্তার দেখানোর জন্য প্রত্যেককে সকালে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে তাদের আবার কারাগারে ফেরত পাঠানোর নির্দেশ দেন। তবে মোহাম্মদপুর থানায় এক মামলায় আনিসুল হককে দুই দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তার সুবিধামতো সময়ে কারাগার থেকে তাঁকে রিমান্ডে নেওয়া হবে বলে জানা গেছে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে উপরিউক্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে প্রত্যেককে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে।
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
৪ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৪১ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
৪৪ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগে