হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার ঝিটকা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে হরিরামপুর থানা-পুলিশ। নৌকা প্রতীকের প্রার্থী রাজিবুল হাসান রাজিবের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন শফিক বিশ্বাস।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গত ২ জানুয়ারি মধ্য রাতে উপজেলার গালা ইউনিয়নের কালই এলাকায় নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। এ সময় ক্যাম্পের ভেতরে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। একইদিন রাতে কামারঘোনা এলাকায় অবস্থিত আরেকটি নির্বাচনী ক্যাম্পও ভাঙচুর করা হয়। সেখানেও ক্যাম্পে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। আগুন দিয়ে পোড়ানো হয় প্রধানমন্ত্রীর ছবিও। এ ঘটনায় নৌকার প্রার্থী রাজিবুল হাসান রাজিব বাদী হয়ে চেয়ারম্যান প্রার্থী শফিক বিশ্বাসকে প্রধান আসামি করা হয়। এ মামলায় ৫০ জনের নামসহ আরও ২০ / ২৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করা হয়।
হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, গত ৩ জানুয়ারি রুজুকৃত একটি মামলার প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে ঝিটকা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার ঝিটকা বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে হরিরামপুর থানা-পুলিশ। নৌকা প্রতীকের প্রার্থী রাজিবুল হাসান রাজিবের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও প্রধানমন্ত্রীর ছবি পোড়ানো মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন শফিক বিশ্বাস।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে গত ২ জানুয়ারি মধ্য রাতে উপজেলার গালা ইউনিয়নের কালই এলাকায় নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। এ সময় ক্যাম্পের ভেতরে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। একইদিন রাতে কামারঘোনা এলাকায় অবস্থিত আরেকটি নির্বাচনী ক্যাম্পও ভাঙচুর করা হয়। সেখানেও ক্যাম্পে থাকা চেয়ার, টেবিল ভাঙচুর, পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়। আগুন দিয়ে পোড়ানো হয় প্রধানমন্ত্রীর ছবিও। এ ঘটনায় নৌকার প্রার্থী রাজিবুল হাসান রাজিব বাদী হয়ে চেয়ারম্যান প্রার্থী শফিক বিশ্বাসকে প্রধান আসামি করা হয়। এ মামলায় ৫০ জনের নামসহ আরও ২০ / ২৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করা হয়।
হরিরামপুর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, গত ৩ জানুয়ারি রুজুকৃত একটি মামলার প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান শফিক বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে ঝিটকা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল সকালে আসামিকে আদালতে পাঠানো হবে।
আরও পড়ুন:
গাজীপুরের শ্রীপুরে মো. নাজমুল ইসলাম হত্যা মামলার তিন আসামির তালাবদ্ধ বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। আগুনে তিনটি বসতঘরের আসবাব ও ধান-চাল পুড়ে গেছে। আজ রোববার ভোররাতে উপজেলার কাওরাইদ ইউনিয়নের যোগীরসিট গ্রামের গুজারমোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন যোগীরসিট গ্রামের মফিজ
১৮ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নৈশ প্রহরীসহ দুজন নিহত হয়েছেন। আজ রোববার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিয়ারী বিএম গেট সংলগ্ন বানুর বাজার এলাকায় এবং গতকাল শনিবার রাত ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৩১ মিনিট আগেগত ১৪ এপ্রিল আমগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারান মকবুল হোসেন। সেদিন অনৈতিক সম্পর্কের জের ধরে বিয়ের দাবিতে ওই এলাকার এক বাড়িতে গিয়ে অনশন শুরু করেছিলেন এক নারী। তখন ওই নারীর পক্ষে-বিপক্ষে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই পক্ষ।
৩৭ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের একটি ‘জিম্মিঘর’-এর সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী পাড়ায় সাইফুল ইসলামের বাড়ি থেকে অপহৃত ১৪ জনকে উদ্ধার করে বিজিবি সদস্যরা।
১ ঘণ্টা আগে