ঢাবি প্রতিনিধি
সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে থেকে মিছিল নিয়ে হাজী মুহম্মদ মুহসিন হল, ভিসি চত্বর, টিএসসি, জগন্নাথ হলের মোড় হয়ে বকশিবাজার, বুয়েট, পলাশী, আজিমপুর, ইডেন কলেজ, হোম ইকোনমিকসের, নীলক্ষেত মোড় এবং রাজু ভাস্কর্য হয়ে সাড়ে ৪টার সময়ে শাহবাগে মোড় অবস্থান নেন শিক্ষার্থীরা।
এর আগে ঢাবির বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের অভিযোগ, আজও হল থেকে বের হওয়ার সময় বাধা দেয় ছাত্রলীগ। ছাত্রলীগের বাধার পরেও যোগ দেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে মাস্টারদা সূর্যসেন হলের এক শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দিলেও শিক্ষার্থীদের তোপের মুখে তারা কিছু বলতে সাহস পায়নি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, অমর একুশে হল, স্যার এ এফ রহমান হলেও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
শিক্ষার্থীদের অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় শিক্ষার্থীরা—‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘’১৮–এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথা কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
এদিকে একই সময়ে মধুর ক্যানটিনে জড়ো হয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মধুর ক্যানটিনে কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাবির শীর্ষনেতাদের উপস্থিত হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীরা মিছিল নিয়ে মধুর ক্যানটিন হয়ে যাওয়ার সময় ছাত্রলীগের নেতা–কর্মীদের উদ্দেশে ‘ভুয়া, ভুয়া’ বলে আওয়াজ দেয়।
শাহবাগ মোড় অবরোধের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা মনে করি প্রশাসনের ভাইয়েরা আমাদের সহযোগিতা করবেন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি নিয়ে আন্দোলন করে যাব। কোনো ধরণের বাধা আমরা মেনে নেব না।’
সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে থেকে মিছিল নিয়ে হাজী মুহম্মদ মুহসিন হল, ভিসি চত্বর, টিএসসি, জগন্নাথ হলের মোড় হয়ে বকশিবাজার, বুয়েট, পলাশী, আজিমপুর, ইডেন কলেজ, হোম ইকোনমিকসের, নীলক্ষেত মোড় এবং রাজু ভাস্কর্য হয়ে সাড়ে ৪টার সময়ে শাহবাগে মোড় অবস্থান নেন শিক্ষার্থীরা।
এর আগে ঢাবির বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের অভিযোগ, আজও হল থেকে বের হওয়ার সময় বাধা দেয় ছাত্রলীগ। ছাত্রলীগের বাধার পরেও যোগ দেন শিক্ষার্থীরা।
নাম প্রকাশ না করার শর্তে মাস্টারদা সূর্যসেন হলের এক শিক্ষার্থী বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দিলেও শিক্ষার্থীদের তোপের মুখে তারা কিছু বলতে সাহস পায়নি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, অমর একুশে হল, স্যার এ এফ রহমান হলেও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ ওঠে।
শিক্ষার্থীদের অবরোধের কারণে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় শিক্ষার্থীরা—‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘’১৮–এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথা কবর দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
এদিকে একই সময়ে মধুর ক্যানটিনে জড়ো হয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মধুর ক্যানটিনে কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাবির শীর্ষনেতাদের উপস্থিত হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীরা মিছিল নিয়ে মধুর ক্যানটিন হয়ে যাওয়ার সময় ছাত্রলীগের নেতা–কর্মীদের উদ্দেশে ‘ভুয়া, ভুয়া’ বলে আওয়াজ দেয়।
শাহবাগ মোড় অবরোধের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা মনে করি প্রশাসনের ভাইয়েরা আমাদের সহযোগিতা করবেন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি নিয়ে আন্দোলন করে যাব। কোনো ধরণের বাধা আমরা মেনে নেব না।’
যশোরের মনিরামপুরে শংকর মন্ডল (৫৫) নামে হত্যা মামলার এক আসামি হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ ওঠেছে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ আজ শনিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
৩ মিনিট আগেবাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে রাফিউল ইসলাম সাকিবকে সভাপতি এবং মোক্তাদির আল বিরুনীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
৩৬ মিনিট আগেখাগড়াছড়িতে চলমান অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জুম্ম ছাত্র জনতা। আজ শনিবার (৪ অক্টোবর) সকালে সংগঠনটির মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়। এছাড়া আজ সকালে অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার...
১ ঘণ্টা আগেশামুকখোল পাখির আবাসস্থল দেখতে উলিপুর গ্রামে প্রতিদিন পর্যটকেরা ভিড় করছেন। তবে গ্রামবাসী এই পাখিদের রক্ষায় খুব তৎপর। পাখিশিকারি বা পর্যটকেরা যেন শামুকখোলকে বিরক্ত না করে, তার জন্য তারা রীতিমতো পাহারা বসানোসহ নিয়েছেন বিভিন্ন পদক্ষেপ।
২ ঘণ্টা আগে