Ajker Patrika

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

আপডেট : ০৩ জুন ২০২৪, ১৭: ১৩
রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাকু উদ্ধার করা হয়। গতকাল রোববার দিবাগত রাত ৮টার দিকে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সাকিব (২৩), মো. আরমান (২০), শফিকুল ইসলাম সিয়াম (২৪) ও দেলোয়ার হোসেন (২৪)।

র‍্যাব জানায়, র‍্যাব-১০–এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। ওই অভিযানে চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এম জে সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের চাকুর ভয় দেখিয়ে টাকাপয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।’

গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত