দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে চোর সন্দেহে মামুন নামের এক কাঠমিস্ত্রিকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মো. বশির নামের এক সাবেক ইউপি সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে তাঁকে আদালতে হাজির করা হয়। গতকাল শনিবার রাতে তাঁকে উপজেলার নবীপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রাতেই মামুনের স্ত্রী মোছা. রাবেয়া আক্তার বাদী হয়ে মো. বশিরকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর। মামলার অপর আসামিরা হলেন নবীপুর গ্রামের বাসিন্দা রুবেল, মেহেদি, জুয়েল, শাহ আলম, শরিফ, শামীম মিয়া, রুবেল মিস্ত্রী, ফাহিম, সোহাগ।
মামলার এজাহারের বিবরণ সূত্রে জানা গেছে, মামুন উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পূর্ব নবীপুর গ্রামের বাসিন্দা। গত বুধবার রাত ৩টার দিকে তাঁকে ঘর থেকে তুলে নিয়ে গাছে বেঁধে নির্যাতন করেন আসামিরা। এ সময় তাঁরা মোবাইল ফোন চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য প্লাস দিয়ে তাঁর পায়ের নখ তুলে ফেলেন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হাসান তাঁকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন।
এর দুই দিন পর গত শুক্রবার সকালে গাছে বেঁধে নির্যাতনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। পরদিন শনিবার নির্যাতনের ছবিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ওই দিন রাতেই আল মামুনের স্ত্রী রাবেয়া আক্তার দেবিদ্বার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এ নিয়ে জানতে চাইলে আল মামুনের স্ত্রী বলেন, ‘আসামিরা ওই দিন রাত ৩টার দিকে ঘুম থেকে তুলে নিয়ে আমার স্বামীকে টেঁনহিঁচড়ে নিয়ে নির্যাতন করেছে। আমি ও আমার সন্তানেরা হাতেপায়ে ধরেও তাঁকে রক্ষা করতে পারিনি। আমি তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করেছি।’
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘অমার পায়ের আঙুল দেখেন। আমার পায়ের নখ তাঁরা প্লাস দিয়ে তুলে ফেলছে। পশুকেও কেউ এভাবে মারে না। আমি চুরি করি নাই। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
এ নিয়ে জানতে চাইলে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘আল মামুনের স্ত্রী ১০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য মো. বশির মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে আজ রোববার দুপুরে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
কুমিল্লার দেবিদ্বারে চোর সন্দেহে মামুন নামের এক কাঠমিস্ত্রিকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় মো. বশির নামের এক সাবেক ইউপি সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার বিকেলে তাঁকে আদালতে হাজির করা হয়। গতকাল শনিবার রাতে তাঁকে উপজেলার নবীপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল রাতেই মামুনের স্ত্রী মোছা. রাবেয়া আক্তার বাদী হয়ে মো. বশিরকে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর। মামলার অপর আসামিরা হলেন নবীপুর গ্রামের বাসিন্দা রুবেল, মেহেদি, জুয়েল, শাহ আলম, শরিফ, শামীম মিয়া, রুবেল মিস্ত্রী, ফাহিম, সোহাগ।
মামলার এজাহারের বিবরণ সূত্রে জানা গেছে, মামুন উপজেলার ইউসুফপুর ইউনিয়নের পূর্ব নবীপুর গ্রামের বাসিন্দা। গত বুধবার রাত ৩টার দিকে তাঁকে ঘর থেকে তুলে নিয়ে গাছে বেঁধে নির্যাতন করেন আসামিরা। এ সময় তাঁরা মোবাইল ফোন চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য প্লাস দিয়ে তাঁর পায়ের নখ তুলে ফেলেন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. হাসান তাঁকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন।
এর দুই দিন পর গত শুক্রবার সকালে গাছে বেঁধে নির্যাতনের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। পরদিন শনিবার নির্যাতনের ছবিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ওই দিন রাতেই আল মামুনের স্ত্রী রাবেয়া আক্তার দেবিদ্বার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
এ নিয়ে জানতে চাইলে আল মামুনের স্ত্রী বলেন, ‘আসামিরা ওই দিন রাত ৩টার দিকে ঘুম থেকে তুলে নিয়ে আমার স্বামীকে টেঁনহিঁচড়ে নিয়ে নির্যাতন করেছে। আমি ও আমার সন্তানেরা হাতেপায়ে ধরেও তাঁকে রক্ষা করতে পারিনি। আমি তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করেছি।’
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘অমার পায়ের আঙুল দেখেন। আমার পায়ের নখ তাঁরা প্লাস দিয়ে তুলে ফেলছে। পশুকেও কেউ এভাবে মারে না। আমি চুরি করি নাই। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
এ নিয়ে জানতে চাইলে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘আল মামুনের স্ত্রী ১০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য মো. বশির মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে আজ রোববার দুপুরে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গতকাল সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় সংসদে দুজন সহসভাপতি (ভিপি), একজন সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীসহ বাদ পড়েছেন ১৯ প্রার্থী। অন্যদিকে হল সংসদ নির্বাচনে কোনো
৩ ঘণ্টা আগেবেতন-ভাতা বাড়ানোর দাবিতে পশ্চিমাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বেশ কিছু পরিবহনশ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন। ফলে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বেশির ভাগ পরিবহনের দূরপাল্লার বাস চলছে না।
৪ ঘণ্টা আগেদিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে নৌকার পর নৌকা ভিড়ছে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাকড়শনে। এটি শামুকের আড়ত। সকাল থেকে এখানে শুরু হয় জমজমাট ক্রয়-বিক্রয়।
৪ ঘণ্টা আগেদেশে মাদক আসা রোধ করতে স্থলপথে নজরদারি কড়াকড়ি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে স্থলসীমান্ত দিয়ে খুব বেশি সুবিধা করতে না পারায় সাগরপথেই মাদকের চালান আনছে চোরাকারবারিরা। সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মনে করছে, দেশে এখন মিয়ানমার থেকে যে মাদক আসছে, তার ৮০ শতাংশ সাগরপথ
৪ ঘণ্টা আগে