দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে রাতের আধারে ভোট কেনার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, রাতের আধারে মাশিকাড়া এলাকার নাজির আলী নামে এক ব্যক্তির হাতে কয়েকটি ৫০০ টাকার নোট তুলে দিচ্ছেন গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল হাকিম খাঁন। ছড়িয়ে পড়া ওই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা বিতরণের ছবি ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারম্যান হাকিম খাঁনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা।
মাজহারুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি জানান, ছবিটি দুই একদিনের মধ্যে রাতের কোন একটি অংশে তোলা হয়েছে। কারণ চেয়ারম্যানের গায়ে যে চাদরটি দেখা গেছে সম্প্রতি তাকে ওই চাদর পরে নির্বাচনী বিভিন্ন সভায় অংশ নিতে দেখা গেছে। এছাড়াও তিনি বিভিন্ন অপকর্মে সারা বছরই আলোচনায় ছিলেন।
আবুল বাসার নামে স্থানীয় এক গণমাধ্যম কর্মী জানান, ছবিটি আমার নিজের হাতে তোলা। কয়েক মাস আগে চেয়ারম্যান আবদুল হাকিম খাঁন একটি নির্বাচনী উঠান বৈঠক শেষ করে উপস্থিত সকলের অনুরোধে অসুস্থ এক ব্যক্তিকে দেখতে যান। তখন তিনি তাকে ফল খাওয়ার জন্য এক হাজার টাকা দেন। ওই ছবি তখনই আমি আমার নিজস্ব ফেসবুকে পোস্ট করেছিলাম। ছবির সঙ্গে ভোট কেনার কোন সম্পর্ক নেই।
টাকা দেওয়ার ছবিটি কয়েক মাস আগের বলে দাবি করে চেয়ারম্যান মো. আবদুল হাকিম খাঁন বলেন, ‘আমার গ্রামের একজন রিকশার চালক রোড এক্সিডেন্ট করে বাড়িতে সয্যশাহী ছিলেন তাকে দেখতে গিয়ে তাঁর হাতে কিছু ফল খাওয়ার জন্য এক হাজার টাকা দিয়েছি। ওই টাকা দেওয়ার ছবি ভাইরাল হওয়ায় উপজেলা প্রশাসন আমাকে ১০হাজার টাকা জরিমানা করেছেন।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক উন নবী তালুকদার বলেন, ‘নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা আচরণবিধি লঙ্ঘন হয়েছে। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া টাকা বিতরণকালে কাউকে হাতেনাতে ধরতে পারলে জেল বা মোটা অঙ্কের জরিমানা করা হবে।’
চেয়ারম্যান সম্পর্কিত আরও পড়ুন:
কুমিল্লার দেবিদ্বারে রাতের আধারে ভোট কেনার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, রাতের আধারে মাশিকাড়া এলাকার নাজির আলী নামে এক ব্যক্তির হাতে কয়েকটি ৫০০ টাকার নোট তুলে দিচ্ছেন গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের নৌকার বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল হাকিম খাঁন। ছড়িয়ে পড়া ওই ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা বিতরণের ছবি ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারম্যান হাকিম খাঁনকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা।
মাজহারুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তি জানান, ছবিটি দুই একদিনের মধ্যে রাতের কোন একটি অংশে তোলা হয়েছে। কারণ চেয়ারম্যানের গায়ে যে চাদরটি দেখা গেছে সম্প্রতি তাকে ওই চাদর পরে নির্বাচনী বিভিন্ন সভায় অংশ নিতে দেখা গেছে। এছাড়াও তিনি বিভিন্ন অপকর্মে সারা বছরই আলোচনায় ছিলেন।
আবুল বাসার নামে স্থানীয় এক গণমাধ্যম কর্মী জানান, ছবিটি আমার নিজের হাতে তোলা। কয়েক মাস আগে চেয়ারম্যান আবদুল হাকিম খাঁন একটি নির্বাচনী উঠান বৈঠক শেষ করে উপস্থিত সকলের অনুরোধে অসুস্থ এক ব্যক্তিকে দেখতে যান। তখন তিনি তাকে ফল খাওয়ার জন্য এক হাজার টাকা দেন। ওই ছবি তখনই আমি আমার নিজস্ব ফেসবুকে পোস্ট করেছিলাম। ছবির সঙ্গে ভোট কেনার কোন সম্পর্ক নেই।
টাকা দেওয়ার ছবিটি কয়েক মাস আগের বলে দাবি করে চেয়ারম্যান মো. আবদুল হাকিম খাঁন বলেন, ‘আমার গ্রামের একজন রিকশার চালক রোড এক্সিডেন্ট করে বাড়িতে সয্যশাহী ছিলেন তাকে দেখতে গিয়ে তাঁর হাতে কিছু ফল খাওয়ার জন্য এক হাজার টাকা দিয়েছি। ওই টাকা দেওয়ার ছবি ভাইরাল হওয়ায় উপজেলা প্রশাসন আমাকে ১০হাজার টাকা জরিমানা করেছেন।’
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক উন নবী তালুকদার বলেন, ‘নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনা আচরণবিধি লঙ্ঘন হয়েছে। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া টাকা বিতরণকালে কাউকে হাতেনাতে ধরতে পারলে জেল বা মোটা অঙ্কের জরিমানা করা হবে।’
চেয়ারম্যান সম্পর্কিত আরও পড়ুন:
চলতি বছরের ১১ আগস্ট। যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সোনাচুনি বিলের মধ্যে একটি গাছের সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় লিমন শেখ (২৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বুইকারা গ্রামের কাসেম শেখের ছেলে। শারীরিক প্রতিবন্ধী হলেও তিনি ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে সংসার চালাতেন।
১ ঘণ্টা আগেগাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। ৪৮টি পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে অ্যানেসথেসিয়া চিকিৎসকের ঢাকায় প্রেষণে থাকা এবং দুই মেডিকেল কর্মকর্তার দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি।
১ ঘণ্টা আগেকিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে অবরোধ এবং ১৪৪ ধারার মধ্যে খাগড়াছড়ির গুইমারায় গতকাল রোববার হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া ১৩ সেনাসদস্য, সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ সময় আগুন দেওয়া হয়েছে একটি বাজারের দোকানপাটে।
৩ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একটা ঘটনার মধ্য দিয়ে তারা পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়
৩ ঘণ্টা আগে