Ajker Patrika

ইফতার সামগ্রীতে কাপড়ের রং, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
ইফতার সামগ্রীতে কাপড়ের রং, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নানা অনিয়মের বিরুদ্ধে কুমিল্লায় নিত্যপণ্যের বাজার তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিদপ্তর। জিলাপিতে কাপড়ের রং মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি, অতিরিক্ত মূল্যে ব্রয়লার মুরগি বিক্রিসহ বেশ কিছু অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

আজ শনিবার দুপুরে নগরীর টমছম ব্রিজ বাজার ও ঝাউতলা এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জিলাপিতে কাপড়ের রং মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করায় বাদুরতলা এলাকার নারায়ণগঞ্জ সুইট মিটকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় ও ২০ কেজি নিম্নমানের লবণ ধ্বংস করা হয়। অতিরিক্ত মূল্যে ব্রয়লার মুরগি বিক্রি করায় টমছম ব্রিজ এলাকার ইনসাফ ব্রয়লার হাউসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না থাকায় মা বাবার দোয়া সোনালী হাউসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও অতিরিক্ত মূল্যে বেগুন বিক্রি করায় ছালাউদ্দিনের সবজির দোকানকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ইফতার বাজারে সচেতনতামূলক প্রচারণা করা হয়। এ সময় স্বাস্থ্য পরিদর্শক একে আজাদ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘রমজান মাসে ভোগ্যপণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা অসৎ উপায় অবলম্বন করে পণ্য বেচা-বিক্রির ক্ষেত্রে কোনো ভোক্তা যাতে প্রতারণার শিকার না হয়, সে জন্য নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। এ ছাড়া ইফতারের বাজারে স্বাস্থ্যসম্মত ইফতার বিক্রি করতে সচেতনতামূলক প্রচারণা করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৌকীর-বিপাশা বিদেশে স্থায়ী হয়েছেন যে কারণে

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত