কুমিল্লা প্রতিনিধি
দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা–৬ আসনে আচরণবিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা জরিমানা করে নির্বাচন কমিশন (ইসি)। নিয়ম মেনে ভোটের আগে জরিমানার টাকা জমা দেন তিনি। ওই জরিমানা ‘আইনবহির্ভূত’ দাবি করে গত ১৮ জানুয়ারি হাইকোর্টে রিট করেছেন আওয়ামী লীগের এই এমপি।
সোমবার (২২ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইসির ওই জরিমানা আরোপের সিদ্ধান্তের বিষয়ে একটি রুল জারি করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ইসি সচিব, কুমিল্লার বিভাগীয় কমিশনারসহ (রিটার্নিং কর্মকর্তা) বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এতে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা জরিমানা আরোপে ইসির সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আদালতে আ ক ম বাহাউদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ খালেকুজ্জামান ভূঁইয়া।
আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আচরণবিধি ভঙ্গের কারণে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা যায়। কিন্তু ইসি যেভাবে বাহাউদ্দিনকে জরিমানা আরোপ করেছে, তা আইনসিদ্ধ হয়নি। তাই ওই টাকা ফেরত দিতে নির্দেশনা চেয়ে রিটটি করা হলে শুনানি নিয়ে হাইকোর্ট ওই রুল দেন।’
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি আজকের পত্রিকাকে বলেন, গত ২৫ ডিসেম্বর নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছেন তাতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে—যদিও আমি আচরণবিধি লঙ্ঘন করিনি—প্রার্থিতা বাতিলের কথা উল্লেখ করে ব্যাখ্যা চেয়েছেন।
তিনি বলেন, ‘এ বিষয়ে গত ২৭ ডিসেম্বর নির্বাচন কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছি। নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিলের কথা উল্লেখ করলেও ১ লাখ টাকা জরিমানা করেছে বিধি বহির্ভূতভাবে। এতে আমার মর্যাদায় আঘাত এসেছে। বিধি বহির্ভূতভাবে করা জরিমানার টাকা ফেরত পেতে আদালতের শরণাপন্ন হয়েছি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লা–৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। তাঁর বিরুদ্ধে অনিয়ম সংঘটনের বিষয়টি প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ২৭ ডিসেম্বর ১ লাখ টাকা জরিমানা করে ইসি। তিন দিনের মধ্যে ওই টাকা ট্রেজারি চালানে জমা দিতে বলা হলে গত ৩১ ডিসেম্বর জমা দেন তিনি।
গত ৭ জানুয়ারি বিপুল ভোটে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ২১০ ভোট। তাঁর নিকটপ্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৪৪ হাজার ৯৬৬ ভোট।
দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা–৬ আসনে আচরণবিধি ভঙ্গের দায়ে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা জরিমানা করে নির্বাচন কমিশন (ইসি)। নিয়ম মেনে ভোটের আগে জরিমানার টাকা জমা দেন তিনি। ওই জরিমানা ‘আইনবহির্ভূত’ দাবি করে গত ১৮ জানুয়ারি হাইকোর্টে রিট করেছেন আওয়ামী লীগের এই এমপি।
সোমবার (২২ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইসির ওই জরিমানা আরোপের সিদ্ধান্তের বিষয়ে একটি রুল জারি করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), ইসি সচিব, কুমিল্লার বিভাগীয় কমিশনারসহ (রিটার্নিং কর্মকর্তা) বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এতে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা জরিমানা আরোপে ইসির সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।
আদালতে আ ক ম বাহাউদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ খালেকুজ্জামান ভূঁইয়া।
আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আচরণবিধি ভঙ্গের কারণে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা যায়। কিন্তু ইসি যেভাবে বাহাউদ্দিনকে জরিমানা আরোপ করেছে, তা আইনসিদ্ধ হয়নি। তাই ওই টাকা ফেরত দিতে নির্দেশনা চেয়ে রিটটি করা হলে শুনানি নিয়ে হাইকোর্ট ওই রুল দেন।’
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি আজকের পত্রিকাকে বলেন, গত ২৫ ডিসেম্বর নির্বাচন কমিশন যে চিঠি দিয়েছেন তাতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে—যদিও আমি আচরণবিধি লঙ্ঘন করিনি—প্রার্থিতা বাতিলের কথা উল্লেখ করে ব্যাখ্যা চেয়েছেন।
তিনি বলেন, ‘এ বিষয়ে গত ২৭ ডিসেম্বর নির্বাচন কমিশনে হাজির হয়ে ব্যাখ্যা দিয়েছি। নির্বাচন কমিশন প্রার্থিতা বাতিলের কথা উল্লেখ করলেও ১ লাখ টাকা জরিমানা করেছে বিধি বহির্ভূতভাবে। এতে আমার মর্যাদায় আঘাত এসেছে। বিধি বহির্ভূতভাবে করা জরিমানার টাকা ফেরত পেতে আদালতের শরণাপন্ন হয়েছি।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লা–৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। তাঁর বিরুদ্ধে অনিয়ম সংঘটনের বিষয়টি প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ২৭ ডিসেম্বর ১ লাখ টাকা জরিমানা করে ইসি। তিন দিনের মধ্যে ওই টাকা ট্রেজারি চালানে জমা দিতে বলা হলে গত ৩১ ডিসেম্বর জমা দেন তিনি।
গত ৭ জানুয়ারি বিপুল ভোটে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ২১০ ভোট। তাঁর নিকটপ্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন ৪৪ হাজার ৯৬৬ ভোট।
সক্ষমতা বৃদ্ধির ফলে দেশের দ্বিতীয় বৃহৎ সমুদ্রবন্দর মোংলায় কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড তৈরি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) বন্দরে হ্যান্ডলিং করা হয়েছে ৬ হাজার ৭৬৯ টিইইউস কনটেইনার, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি।
৩ ঘণ্টা আগেনীলফামারীর সৈয়দপুর রেল কারখানার ইয়ার্ডে প্রায় তিন মাস পড়ে আছে ট্রেনের তিনটি কোচ। স্প্রিং সংকটের কারণে কোচগুলো মেরামত করা যাচ্ছে না। প্রতিটি ২ কোটি টাকা ব্যয়ে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা ওই কোচগুলো খোলা জায়গায় থেকে নষ্ট হচ্ছে।
৩ ঘণ্টা আগেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (নগর ও সদর) আসনে অংশগ্রহণ করতে চান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বিএনপির প্রভাবশালী এ নেতা সম্প্রতি নগরীতে সংবাদিকদের সঙ্গে মতবিনিময়, আইনজীবীদের সঙ্গে বৈঠক, গণসংযোগ, প্রচারণার মাধ্যমে এমনটি ইঙ্গিত দিয়েছেন।
৩ ঘণ্টা আগেরাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্রপ্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ১২ দফা দাবি জানিয়েছে ছাত্রদল-সমর্থিত প্যানেল এবং ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন সমন্বয়ে গঠিত প্যানেল ‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’।
৪ ঘণ্টা আগে