Ajker Patrika

কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২৪, ১৪: ০৫
কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারতীয় সীমান্তবর্তী জামতলা এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে ৬৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫০)। তিনি বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের চারু মিয়ার ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম জানান, সকাল ৮টায় স্থানীয়রা জামতলা উত্তরপাড়া সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান। তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, ভারত থেকে চিনি আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। পরে স্থানীয় শংকুচাইল ক্যাম্পের বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে তিনি কাঁটাতারের বেড়া এলাকায় গিয়ে মরদেহ দেখতে পান। 

তিনি আরও জানান, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগের চেষ্টা চলছে। যোগাযোগ সম্পন্ন হলে মরদেহ আনার ব্যবস্থা করা হবে। 

স্থানীয় শংকুচাইল ক্যাম্পের বিজিবি এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হয়নি। 

এ বিষয়ে কুমিল্লা বিজিবি-১০-এর মিডিয়া উইং কর্মকর্তা শাহরিয়ার মুকুলকে ফোন দিলে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের অধীনস্থ হওয়ায় তিনি বক্তব্য দিতে পারবেন না। 

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ব্যাটালিয়নের দপ্তরে ফোন দেওয়া হলেও কেউ ধরেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাগদান সারলেন এনসিপির হান্নান মাসউদ, কনে বাগছাসের নেত্রী

উচ্চদক্ষ কর্মীদের ভিসা ফি ৩০ হাজার থেকে ১ লাখ ডলার করলেন ট্রাম্প

বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে যে ৮ পরামর্শ দিল মার্কিন পররাষ্ট্র দপ্তর

আবাসিক হোটেলে তিন বন্ধু, মিলল একজনের লাশ

দেড় বছরে পুলিশের যে ক্ষতি হয়েছে, ৫০ বছরেও পুনরুদ্ধার কঠিন: সাবেক আইজিপি নুরুল হুদা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত