Ajker Patrika

কুমিল্লায় নেশাজাতীয় বড়িসহ গ্রেপ্তার ৫ 

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৫: ৫৪
কুমিল্লায় নেশাজাতীয় বড়িসহ গ্রেপ্তার ৫ 

কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকা থেকে নেশাজাতীয় ৩২ হাজার ৫০০ ট্যাপেন্টাডল বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। আজ শুক্রবার সকালে এ তথ্য জানান র‍্যাব-১১ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

র‍্যাব জানায়, শুক্রবার ভোররাতে নগরীর মনোহরপুর এলাকা থেকে নেশাজাতীয় ৩২ হাজার ৫০০টি ট্যাপেন্টাডল বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা নগরীর নুরপুর এলাকার হৃদয় আহমদ জিসান (২২), একই এলাকার মো. সুমন (২০) এবং আদর্শ সদর উপজেলার তেলীকুণা গ্রামের খোকন মিয়া (২৫)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

অন্য পৃথক দুটি অভিযানে কুমিল্লা সদর দক্ষিণের শ্রীনিবাস ও সদর উপজেলা অনণ্যপুর এলাকা থেকে ১১ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার লালমাই উপজেলার দোশারীচৌ গ্রামের মো. খোরশেদ আলম (২৯) ও সদর উপজেলার গাজীপুর গ্রামের রাজিব হাসান রাজু (২৪)।

গ্রেপ্তারকৃতদের বরাদ দিয়ে র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

সখীপুরে বনপ্রহরীদের ওপর হামলা: ইউপি সদস্য, বিএনপি নেতাসহ ৭ জনের নামে মামলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত