নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার এলাকা থেকে বন্য হাতির দুটি দাঁত উদ্ধার করেছে র্যাব। এ সময় শাহনেওয়াজ বাবলু (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ এর মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানিয়েছে দুই কেজি ওজনের দাঁত দুটির বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকা। রোববার কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় শাহনেওয়াজ বাবলু নামে ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে দাঁত দুটি উদ্ধার করা হয়। তিনি কক্সবাজার জেলার রামু থানার মেরংলোয়া গ্রামের বাসিন্দা।
র্যাব-৭ এর মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি কক্সবাজার থেকে অবৈধভাবে বন্য হাতির দাঁত সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। ওই তথ্যের ভিত্তিতে ফিরিঙ্গিবাজারে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় এক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে দাঁত দুটি উদ্ধার করা হয়।
মো. নুরুল আবছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার পাহাড়ি এলাকা হতে অবৈধভাবে বিভিন্ন বন্য প্রাণীর চামড়া, হাতির দাঁত সংগ্রহ করে আসছেন। পরে এগুলো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় উচ্চ মূল্যে বিক্রি করেস। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার এলাকা থেকে বন্য হাতির দুটি দাঁত উদ্ধার করেছে র্যাব। এ সময় শাহনেওয়াজ বাবলু (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৭ এর মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব জানিয়েছে দুই কেজি ওজনের দাঁত দুটির বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকা। রোববার কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় শাহনেওয়াজ বাবলু নামে ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে দাঁত দুটি উদ্ধার করা হয়। তিনি কক্সবাজার জেলার রামু থানার মেরংলোয়া গ্রামের বাসিন্দা।
র্যাব-৭ এর মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় ব্যক্তি কক্সবাজার থেকে অবৈধভাবে বন্য হাতির দাঁত সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। ওই তথ্যের ভিত্তিতে ফিরিঙ্গিবাজারে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় এক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে দাঁত দুটি উদ্ধার করা হয়।
মো. নুরুল আবছার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার পাহাড়ি এলাকা হতে অবৈধভাবে বিভিন্ন বন্য প্রাণীর চামড়া, হাতির দাঁত সংগ্রহ করে আসছেন। পরে এগুলো চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় উচ্চ মূল্যে বিক্রি করেস। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
মাদারীপুর জেলার শিবচরে বৃদ্ধা রানু বেগমকে হত্যার ঘটনায় রাসেল মাহমুদ সবুজ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে শিবচর উপজেলার পাঁচ্চর চর কান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২৯ মিনিট আগেফরিদপুরে কুমার নদে গোসলে নেমে ডুবে যাওয়ার ২০ ঘন্টা পর শিশু সোয়াদের (৭) লাশ ভেসে ওঠেছে। আজ শুক্রবার সকালে লাশটি ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
২ ঘণ্টা আগেনীলফামারীতে কালী মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারার পার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরফান আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। এ হত্যার ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
৩ ঘণ্টা আগে