Ajker Patrika

চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৪: ৩৯
চুয়াডাঙ্গায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে

চুয়াডাঙ্গায় বেড়েছে শীতের তীব্রতা। আজ সোমবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বেড়েছে দুর্ভোগ। এতে কষ্টে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষেরা। শীতে সময় মতো কাজে যেতে পারছেন না তাঁরা। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। 

চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয়ের তথ্য মতে, রোববার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা ৩ ডিগ্রির ওপরে কমে এসেছে। সোমবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। 

চুয়াডাঙ্গা আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, সামনের দিনগুলোতে তাপমাত্রার পারদ আরও কমবে এবং এ মাসের শেষের দিকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। 

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক তহমিনা নাসরিন জানান, সোমবার সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা রয়েছে ৯১ শতাংশ। আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোফায়েল আহমেদ হাসপাতালে

শিশুকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখেন স্কুলশিক্ষক চাচি: পুলিশ

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

ধর্ষণ মামলার আসামি এএসপি, তদন্তে হস্তক্ষেপের অভিযোগ নারীর

ট্রাম্প, ইউনূস ও শাহবাজের মুখের আদলে অসুর—কী বোঝাতে চাইল পশ্চিমবঙ্গের মণ্ডপ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত