Ajker Patrika

২ বছর পর চট্টগ্রামে করোনা শনাক্ত শূন্য

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২ বছর পর চট্টগ্রামে করোনা শনাক্ত শূন্য

দীর্ঘ দুই বছর পর চট্টগ্রাম জেলায় কোভিড রোগী শনাক্ত শূন্যের কোটায়। এ ছাড়া গত এক দিনে আক্রান্ত কারও মৃত্যুরও তথ্য পায়নি স্বাস্থ্য বিভাগ।

আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনার হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। 

প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় উপজেলা ও শহরের কোথাও সংক্রমিত কেউ শনাক্ত হননি। এর আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩২২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শূন্য দশমিক ৩১। 

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ। চট্টগ্রামে ওই বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। 

একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যুর তথ্য জানানো হয়। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬২৬। মারা গেছেন মোট ১ হাজার ৩৬২ জন। 

সর্বশেষ ২০২১ সালের ২২ নভেম্বর চট্টগ্রামে করোনার সংক্রমণ ও মৃত্যু শূন্য ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত