Ajker Patrika

চুয়েট ক্লাবের সভাপতি মইনুল–সম্পাদক রাশিদুল 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১: ২৯
চুয়েট ক্লাবের সভাপতি মইনুল–সম্পাদক রাশিদুল 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন চুয়েট ক্লাবের ২০২৪-২৫ সালের কার্যকরী পরিষদের নতুন কমিটি করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে এক সাধারণ সভায় এ কমিটির অনুমোদন দেওয়া হয়। 

সভায় সভাপতিত্ব করেন চুয়েট ক্লাবের সভাপতি অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। সভার সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ। 

সভায় চুয়েট ক্লাবের ২০২৪-২৫ সালের কার্যকরী পরিষদে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল ইসলাম সভাপতি এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। 

এ ছাড়া সহসভাপতি যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী, অর্থ সম্পাদক প্রকৌশল দপ্তরের মো. নাঈমুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. জিলহাজ উদ্দীন, যুগ্ম ক্রীড়া সম্পাদক ইসহাক মজুমদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবদুল আহাদ। নির্বাহী সদস্য হয়েছেন বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন ও সহকারী পরিচালক (নিরাপত্তা) মো. আনিসুজ্জামান খান। 

এর আগে গত ৩১ জানুয়ারি চুয়েট ক্লাবের ২০২৩-২৪ কার্যকরী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে গণিত বিভাগের অধ্যাপক ড. আশুতোষ সাহা প্রধান নির্বাচন কমিশনার, ইটিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ও উপপরিচালক (তথ্য ও প্রকাশনা) মোহাম্মদ ফজলুর রহমান সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত