Ajker Patrika

শাহ আমানতে সৌদিফেরত যাত্রী থেকে ৫০ লাখ টাকার স্বর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক ,চট্টগ্রাম
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শাহিন আল মামুন নামের সৌদিফেরত যাত্রী থেকে ৫০ লাখ টাকা সমমূল্যের স্বর্ণের চালান জব্দ করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আজ বুধবার বিমানবন্দরের ৩ নম্বর গেট দিয়ে বের হওয়ার সময় এনএসআই সদস্যরা এসব স্বর্ণ জব্দ করেন।

আটক শাহিন আল মামুন রাঙামাটির বাসিন্দা। তিনি ওমরাহ হজের মোয়াল্লেম হিসেবে সৌদি আরবে যান।

জব্দ করা স্বর্ণের পরিমাণ ২২ ক্যারেট ৪০০ গ্রাম। প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণালংকারের বাজারমূল্য ১২ হাজার ৬৭৩ টাকা হিসেবে এই স্বর্ণালংকারের দাম ৫০ লাখ ৬৯ হাজার ২০০ টাকা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, A-12777893 পাসপোর্টধারী ওই মোয়াল্লেম বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটযোগে জেদ্দা থেকে সকাল ৮টা ৩৬ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। স্বর্ণালংকার তাঁর হাতব্যাগ ও প্যান্টের পকেটে বহন করছিলেন। উদ্ধার করা স্বর্ণালংকার বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত