Ajker Patrika

বিএনপি নেতাদের জামিনে সরকারের হস্তক্ষেপ নেই: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ১৬: ১৭
বিএনপি নেতাদের জামিনে সরকারের হস্তক্ষেপ নেই: আইনমন্ত্রী

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের জামিন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেছেন, আদালতে মামলা চলাকালে সরকারের কোনো মন্ত্রণালয় হস্তক্ষেপ করে না।

আজ শুক্রবার সকালে নিজ সংসদীয় এলাকায় সফরে এলে আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জামিনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘সরকার আদালতের কোনো মামলা বিষয়ে হস্তক্ষেপ করে না। আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত দিচ্ছেন। আমি অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে যে কথা শুনেছি, তাতে হাইকোর্ট থেকে যে জামিন দেওয়া হয়েছিলেন, সেখানে আইনের ব্যত্যয় হয়েছে। যে কারণে তিনি আপিল বিভাগে গেছেন।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা জজের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে তিন আইনজীবীকে হাইকোর্টে তলবের বিষয়ে আনিসুল হক বলেন, প্রধান বিচারপতির কাছে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ এবং অন্য বিচারকেরা অভিযোগ করেছেন ও ভিডিও পাঠিয়েছেন। সেখানে দেখা গেছে, একজন বিচারকের সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কনটেম্পট রুল ইস্যু করেছে—এখন এটা বিচারাধীন ব্যাপার।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম, আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র তাকজিল খলিফা কাজলসহ যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত