Ajker Patrika

রেলের দুর্নীতির খবর: সাংবাদিকের বিরুদ্ধে সাবেক যুবলীগ নেতার মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
রেলের দুর্নীতির খবর: সাংবাদিকের বিরুদ্ধে সাবেক যুবলীগ নেতার মামলা

রেলের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ঢাকার কর্মরত এক সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন যুবলীগের সাবেক এক নেতা। আজ বুধবার সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রাম আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলা গ্রহণ করে কাউন্টার টেররিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার আসামির নাম মাহবুব আলম লাবলু। তিনি দৈনিক যুগান্তরের ঢাকার কর্মরত সাংবাদিক। অন্যদিকে মামলার বাদীর নাম হেলাল আকবর চৌধুরী বাবর। তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ অর্থ সম্পাদক।

মামলার এজাহারে বলা হয়, মামলার আসামি দৈনিক যুগান্তর পত্রিকার রিপোর্টার হিসেবে নিজেকে পরিচয় দেন। তিনি দেশের প্রচলিত আইনের প্রতি মোটেও শ্রদ্ধাশীল নন। দীর্ঘদিন ধরে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় মনগড়া সংবাদ প্রচার ও প্রকাশ করে বিভিন্ন স্বনামধন্য ব্যক্তির সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা করে নীরব চাঁদাবাজি করে আসছেন তিনি।

মামলায় আরও বলা হয়, মাহবুব আলম লাবলু অবৈধ ক্যাসিনো ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি সাংবাদিকতার আড়ালে ক্যাসিনো ব্যবসা করে অঢেল ধন সম্পত্তির মালিক হয়েছেন। আসামি ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকায় দেশের বিভিন্ন নিউজ চ্যানেলে আসামির বিরুদ্ধে সংবাদ প্রচার করেছেন। আসামি বিভিন্ন অজুহাতে টাকা দাবি করে আসছিল এবং টাকা না দিলে ভুয়া সংবাদ প্রচার করেন। দৈনিক যুগান্তর ই-পেপারে অর্থাৎ অনলাইন ভার্সনে ‘শাহ আলম সিন্ডিকেটের হাতে জিম্মি রেল’ শিরোনামে মানহানিকর, বিব্রতকর ও অসত্য তথ্যের একটি সংবাদ প্রকাশ করা হয়।

এই বিষয়ে জানতে চাইলে হেলাল আকবর চৌধুরী বাবর আজকের পত্রিকাকে বলেন, ‘পত্রিকায় প্রকাশিত সংবাদটি পুরোটা ভুয়া। আমি করোনার সময় দেশের কল্যাণে কাজ করেছি। এখনো কাজ করছি। সব জায়গায় আমার সুনাম রয়েছে। চক্রান্ত করে সংবাদটি প্রচার করা হয়েছে। দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আশা করি, সঠিক বিচার পাব।’

অভিযুক্ত সাংবাদিক মাহবুব আলম লাবলু আজকের পত্রিকাকে বলেন, ‘ওনার (বাবর) বিরুদ্ধে সব অভিযোগ সত্য। উনি যে রেলওয়ে নিয়ন্ত্রণ করে এগুলো কে না জানে? প্রতিবেদনে লিখিত সব তথ্যের প্রমাণ আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত