নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার নগরীর খুলশী সেগুনবাগান এলাকায় এই সংঘর্ষের এ ঘটনা ঘটে।
সংঘর্ষে এক যুবককে প্রতিপক্ষকে লক্ষ্য করে কাপড় মোড়ানো একটি রাইফেল দিয়ে গুলি করতে দেখা যায়। গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের ধারণা, ওই যুবকের ব্যবহৃত অস্ত্রটি গত ৫ আগস্ট অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে।
অভিযোগ রয়েছে, এলাকায় একটি জুয়ার বোর্ড বসানো নিয়ে দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জুয়ার বোর্ডের পাশাপাশি রেলের জায়গা দখল, চাঁদাবাজিসহ এলাকার আধিপত্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে দুটি পক্ষ।
জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন আহত হয়েছেন। ঘটনার পর সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সময় অস্ত্র হাতে সেই যুবককে আমরা শনাক্ত করার চেষ্টা করছি।’
এদিকে ঘটনার পর রাতেই খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলমকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের চট্টগ্রাম মহানগরের দপ্তরের দায়িত্বে থাকা এম আবু বকর রাজু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে শাহ আলমকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হলো। স্বেচ্ছাসেবক দলের মহানগরের সভাপতি এইচ এম রাশেদ ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
অপরদিকে আজ রোববার বহিষ্কার হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়েছে, এস খোদা তোতনের বিরুদ্ধে দখল, সন্ত্রাস, ভয়ভীতি প্রদর্শন এবং দলের নীতি ও আদর্শের পরপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এতে তাঁকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা বলা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে এস কে খোদা তোতন আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সারা দিন আমি রাজনৈতিক কর্মসূচিতে ছিলাম। রাতে ফ্রি হাওয়ার পর জানতে পারি এলাকায় ঝামেলা হয়েছিল। ওই ঘটনার সঙ্গে আমি কোনোভাবে সম্পৃক্ত ছিলাম না। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সে ক্ষেত্রে আত্মপক্ষের সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। আমার বিরুদ্ধে কেউ কোনো চাঁদাবাজি–দখলবাজির অভিযোগ দিতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘অভিযোগের বিষয়ে যদি আমাকে বলা হতো, তাহলে আমি এর জবাব দিতে পারতাম। এরপরও কেন্দ্র যেহেতু সিদ্ধান্ত নিয়েছে এটা মাথা পেতে নিতে হবে। তবে আমি বলবে, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি।’
আধিপত্য বিস্তার নিয়ে চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। গতকাল শনিবার নগরীর খুলশী সেগুনবাগান এলাকায় এই সংঘর্ষের এ ঘটনা ঘটে।
সংঘর্ষে এক যুবককে প্রতিপক্ষকে লক্ষ্য করে কাপড় মোড়ানো একটি রাইফেল দিয়ে গুলি করতে দেখা যায়। গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের ধারণা, ওই যুবকের ব্যবহৃত অস্ত্রটি গত ৫ আগস্ট অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া অস্ত্র হতে পারে।
অভিযোগ রয়েছে, এলাকায় একটি জুয়ার বোর্ড বসানো নিয়ে দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জুয়ার বোর্ডের পাশাপাশি রেলের জায়গা দখল, চাঁদাবাজিসহ এলাকার আধিপত্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে দুটি পক্ষ।
জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুজন আহত হয়েছেন। ঘটনার পর সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সময় অস্ত্র হাতে সেই যুবককে আমরা শনাক্ত করার চেষ্টা করছি।’
এদিকে ঘটনার পর রাতেই খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলমকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের চট্টগ্রাম মহানগরের দপ্তরের দায়িত্বে থাকা এম আবু বকর রাজু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে শাহ আলমকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হলো। স্বেচ্ছাসেবক দলের মহানগরের সভাপতি এইচ এম রাশেদ ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
অপরদিকে আজ রোববার বহিষ্কার হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়েছে, এস খোদা তোতনের বিরুদ্ধে দখল, সন্ত্রাস, ভয়ভীতি প্রদর্শন এবং দলের নীতি ও আদর্শের পরপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। এতে তাঁকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কারের কথা বলা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে এস কে খোদা তোতন আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সারা দিন আমি রাজনৈতিক কর্মসূচিতে ছিলাম। রাতে ফ্রি হাওয়ার পর জানতে পারি এলাকায় ঝামেলা হয়েছিল। ওই ঘটনার সঙ্গে আমি কোনোভাবে সম্পৃক্ত ছিলাম না। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সে ক্ষেত্রে আত্মপক্ষের সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। আমার বিরুদ্ধে কেউ কোনো চাঁদাবাজি–দখলবাজির অভিযোগ দিতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘অভিযোগের বিষয়ে যদি আমাকে বলা হতো, তাহলে আমি এর জবাব দিতে পারতাম। এরপরও কেন্দ্র যেহেতু সিদ্ধান্ত নিয়েছে এটা মাথা পেতে নিতে হবে। তবে আমি বলবে, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি।’
পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস বাজার এলাকায় র্যাবের পোশাক (কটি) পরে তিনজন ব্যক্তি এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গতকাল রাতে ঘটনা জানাজানি হয়।
২১ মিনিট আগেআগামী একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের (ডিপিপি) অনুমোদনের দাবিতে অনির্দিষ্টকালের গণ-অনশনে থাকা ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ শিক্ষার্থীরা গণ অনশন শুরু করেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৭ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৯ ঘণ্টা আগে