Ajker Patrika

পছন্দের জুতা কিনে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৩: ৪০
পছন্দের জুতা কিনে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা 

চট্টগ্রামের চন্দনাইশে প্রমি আকতার (১৭) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার দোহাজারী পৌরসভার পূর্ব দোহাজারীতে জামাল মেম্বারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই বাড়ির জাহাঙ্গীর আলমের মেয়ে। ঈদের কেনাকাটার সময় পছন্দের জুতা কিনে না দেওয়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন। 

এ নিয়ে ওসি মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, গত সোমবার মা-বাবার সঙ্গে শপিংয়ে গিয়েছিল প্রমি। তখন পছন্দমতো জুতা কিনতে পারেনি সে। এ নিয়ে মা-বাবার ওপর অভিমান ছিল তার। গতকাল মঙ্গলবার তার মাকে নিয়ে বাবা রফিকুল ইসলাম ডাক্তারের কাছে যায়। কিন্তু সে মনে করেছিল, তাকে রেখে মা-বাবা আবারও শপিংয়ে গেছেন এবং তার পছন্দের জুতা কিনে দেবেন না। মা-বাবা বাড়ি ফিরে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। হয়তো অভিমান করেই সে আত্মহত্যা করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত