নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বাসা ভাড়া না দেওয়ায় অভিযোগে প্রতিপক্ষের হামলায় আহত এক যুবক ঘটনার দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এর আগে, গত শনিবার রাতে নগরের পাঁচলাইশ এলাকায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।
নিহত যুবক নয়ন চৌধুরী (৩০)। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মুনিরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারধরের ঘটনায় ওই যুবক আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর পেটে জখম হয়েছিল। আজ সোমবার তিনি মারা গেছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) আরিফ হোসেন বলেছেন, এ হামলার হুকুমদাতা হিসেবে হোসেন উল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি জানান, মুরাদপুরের মোমেনবাগ আবাসিক এলাকায় একটি ভবনে নয়ন ও তাঁর দুই ভাই থাকতেন। কয়েক মাস ধরে তাঁরা বাসার ভাড়া দিচ্ছিলেন না।
বাদী পক্ষের দাবি, তাঁদের ডেভেলপার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় ভাড়া দিতে পারেননি। এদিকে গত শনিবার বাড়ির মালিক পক্ষ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে একটি অভিযোগ দাখিল করে। এরপর কিছু যুবক দেশীয় অস্ত্র ছুরি, লাঠি নিয়ে নয়নের ওপর হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। আজ সোমবার সকাল ৭টা ৩৮ মিনিটে মারা যায় নয়ন।
এ ঘটনায় হোসেন উল ইসলাম, সুজনসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামে বাসা ভাড়া না দেওয়ায় অভিযোগে প্রতিপক্ষের হামলায় আহত এক যুবক ঘটনার দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। এর আগে, গত শনিবার রাতে নগরের পাঁচলাইশ এলাকায় তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।
নিহত যুবক নয়ন চৌধুরী (৩০)। পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মুনিরা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মারধরের ঘটনায় ওই যুবক আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর পেটে জখম হয়েছিল। আজ সোমবার তিনি মারা গেছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) আরিফ হোসেন বলেছেন, এ হামলার হুকুমদাতা হিসেবে হোসেন উল ইসলাম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি জানান, মুরাদপুরের মোমেনবাগ আবাসিক এলাকায় একটি ভবনে নয়ন ও তাঁর দুই ভাই থাকতেন। কয়েক মাস ধরে তাঁরা বাসার ভাড়া দিচ্ছিলেন না।
বাদী পক্ষের দাবি, তাঁদের ডেভেলপার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় ভাড়া দিতে পারেননি। এদিকে গত শনিবার বাড়ির মালিক পক্ষ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে একটি অভিযোগ দাখিল করে। এরপর কিছু যুবক দেশীয় অস্ত্র ছুরি, লাঠি নিয়ে নয়নের ওপর হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। আজ সোমবার সকাল ৭টা ৩৮ মিনিটে মারা যায় নয়ন।
এ ঘটনায় হোসেন উল ইসলাম, সুজনসহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
১২ মিনিট আগেমেহেরপুরের গাংনী উপজেলায় আমন ধানে মাজরা পোকা ও গোড়াপচা রোগের আক্রমণে দিশাহারা হয়ে পড়েছেন কৃষক। এমনিতেই সার, কীটনাশক ও শ্রমিকের উচ্চমূল্যে চাষিদের নাভিশ্বাস উঠছে, তার ওপর এই নতুন সমস্যা তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়েছে।
১৯ মিনিট আগেপদ্মা নদীর পানি কমতে শুরু করায় কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে তীব্র ভাঙন দেখা দিয়েছে। সম্প্রতি এই ভাঙনে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) একটি বিওপি নদীগর্ভে বিলীন হয়েছে। এতে এই মাদক ও চোরাচালান প্রবণ এলাকার প্রায় ৬০ হাজার মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
১ ঘণ্টা আগেপিরোজপুরের নাজিরপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসার অভিযোগে উপজেলা সেচ্ছাসেবক দল থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত এক নেতা জামায়াতে যোগদান করেছেন। চলতি বছর ৯ মে স্থায়ীভাবে তাকে বহিষ্কার করা হয়। সেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত এবং সদ্য জামায়াতে যোগদান করা ওই নেতার নাম মো. ইস্রাফিল হাওলাদার। এদিকে একইসঙ্গে জাতীয়...
২ ঘণ্টা আগে