ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে বিক্ষোভ ও কারফিউয়ের কারণে রাঙামাটির কাপ্তাই পর্যটন শিল্পে মন্দাভাব দেখা দিয়েছে। বিশেষ করে গত শুক্রবার থেকে কাপ্তাইয়ের অধিকাংশ হোটেল, মোটেল, রিসোর্ট খালি পড়ে আছে। বিনোদন কেন্দ্রগুলোতেও দেখা গেছে সুনসান নীরবতা। পর্যটকশূন্য থাকায় দিন দিন লোকসান গুনতে হচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিদের।
কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রের ব্যবস্থাপক, হোটেল-মোটেল মালিকেরা জানান, গত ১ সপ্তাহ তাদের বুকিং নেই বললেই চলে। এতে করে দিন দিন বাড়ছে লোকসানের পরিমাণ। প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন দিতেও হিমশিম খেতে হবে। এই সংকট না কাটা পর্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন তারা।
এ দিকে কাপ্তাইয়ে পর্যটক সংকটে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বোট চালকেরা।
শাহাদাৎ হোসেন, সুমন দাশসহ একাধিক বোটচালক আজকের পত্রিকাকে জানান, করোনা মহামারির মতো ফের দুর্দিন পার করছেন তারা। পর্যটক কমে যাওয়ায় বোট ভাড়া নেই বললেই চলে। এতে করে সবার আয় রোজগার কমে গেছে। সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। বছরের এই সময় দৈনিক ২ থেকে ৩ হাজার টাকা আয় হলেও গত কয়েক দিন যাবৎ একদম রোজগার বন্ধ।
এ বিষয়ে কাপ্তাই জেটিঘাট বোট ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপক শীতল সরকার আজকের পত্রিকাকে জানান, ‘গত কিছুদিন আগেও পর্যটকের চাপ বেড়ে যাওয়াতে আমরা বোট পরিচালনা করতে হিমশিম খেতাম। অথচ গত কয়েক দিনের ব্যবধানে একদম আয়-রোজগার কমে গেছে। আশা করছি, আমরা দ্রুত এই সংকট কাটিয়ে উঠব।’
সার্বিক পরিস্থিতির বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে কাপ্তাইয়ের পরিস্থিতি খুব ভালো রয়েছে। আশা করা যাচ্ছে, দেশে সবকিছু স্বাভাবিক হলে আবারও পর্যটকদের আগমনে মুখরিত হবে এই পর্যটন শহর।’
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে বিক্ষোভ ও কারফিউয়ের কারণে রাঙামাটির কাপ্তাই পর্যটন শিল্পে মন্দাভাব দেখা দিয়েছে। বিশেষ করে গত শুক্রবার থেকে কাপ্তাইয়ের অধিকাংশ হোটেল, মোটেল, রিসোর্ট খালি পড়ে আছে। বিনোদন কেন্দ্রগুলোতেও দেখা গেছে সুনসান নীরবতা। পর্যটকশূন্য থাকায় দিন দিন লোকসান গুনতে হচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিদের।
কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রের ব্যবস্থাপক, হোটেল-মোটেল মালিকেরা জানান, গত ১ সপ্তাহ তাদের বুকিং নেই বললেই চলে। এতে করে দিন দিন বাড়ছে লোকসানের পরিমাণ। প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন দিতেও হিমশিম খেতে হবে। এই সংকট না কাটা পর্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন তারা।
এ দিকে কাপ্তাইয়ে পর্যটক সংকটে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন বোট চালকেরা।
শাহাদাৎ হোসেন, সুমন দাশসহ একাধিক বোটচালক আজকের পত্রিকাকে জানান, করোনা মহামারির মতো ফের দুর্দিন পার করছেন তারা। পর্যটক কমে যাওয়ায় বোট ভাড়া নেই বললেই চলে। এতে করে সবার আয় রোজগার কমে গেছে। সংসার চালাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। বছরের এই সময় দৈনিক ২ থেকে ৩ হাজার টাকা আয় হলেও গত কয়েক দিন যাবৎ একদম রোজগার বন্ধ।
এ বিষয়ে কাপ্তাই জেটিঘাট বোট ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপক শীতল সরকার আজকের পত্রিকাকে জানান, ‘গত কিছুদিন আগেও পর্যটকের চাপ বেড়ে যাওয়াতে আমরা বোট পরিচালনা করতে হিমশিম খেতাম। অথচ গত কয়েক দিনের ব্যবধানে একদম আয়-রোজগার কমে গেছে। আশা করছি, আমরা দ্রুত এই সংকট কাটিয়ে উঠব।’
সার্বিক পরিস্থিতির বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে কাপ্তাইয়ের পরিস্থিতি খুব ভালো রয়েছে। আশা করা যাচ্ছে, দেশে সবকিছু স্বাভাবিক হলে আবারও পর্যটকদের আগমনে মুখরিত হবে এই পর্যটন শহর।’
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৫ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৩ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৩৯ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে