কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে ফেরার পথে সাগরের মাঝে আটকে পড়েছিল পর্যটকবাহী জাহাজ। গতকাল বুধবার বিকেল ৫টায় জাহাজটি ৬০০ পর্যটক নিয়ে কক্সবাজার আসছিল। প্রায় ১১ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৪টায় জাহাজটি কক্সবাজার ঘাটে পৌঁছায়।
সংশ্লিষ্টরা জানান, সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা জাহাজ কক্সবাজারে পৌঁছাতে সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগে। কিন্তু মাঝপথে এসে জাহাজটি ডুবোচরে আটকে যায়। এ সময় তীব্র কুয়াশাও দেখা দেয়। দীর্ঘ সময় আটকে পড়ার পর জাহাজটি আজ ভোর সোয়া ৪টায় কক্সবাজার ঘাটে পৌঁছায়। প্রায় ১১ ঘণ্টা সাগরে ভেসে থাকার বিড়ম্বনার পর শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএর ঘাটে পৌঁছালে পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
এদিকে, কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচলকারী জাহাজের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীসেবার মান নিয়েও অনেকে অভিযোগ করেছে।
পরিবারের ১৭ জন সদস্য নিয়ে সেন্টমার্টিনে গিয়েছিলেন রাজশাহীর বাসিন্দা সানজিদুল আলম। গতকাল রাতে ঢাকায় ফেরত যাওয়ার জন্য বাসের টিকিটও কেটেছিলেন তিনি। কিন্তু বিড়ম্বনার কারণে ফিরতে পারেননি। এ বিষয়ে তিনি বলেন, গতকাল বেলা ২টার সময় সেন্টমার্টিন থেকে লাইনে দাঁড়িয়ে জাহাজে উঠি। সেই জাহাজ ছেড়েছে বিকেল ৫টায়। মাঝ সাগরে এনে আবার পরিবর্তন করে তোলা হয় কর্ণফুলীতে। তারপর জাহাজ ডুবোচরে আটকা পড়ে।
জামাল আহমেদ নামে আরেকজন পর্যটক বলেন, ‘রাতে সাগরে অনেক ভয় ও শঙ্কা কাজ করেছে। তার পরও কোনো অঘটন ছাড়াই পৌঁছাতে পেরেছি।’
কর্ণফুলী এক্সপ্রেসের ব্যবস্থাপক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, কক্সবাজারগামী জাহাজটি মাঝপথে ডুবোচরে আটকে পড়ে। এতে যাত্রীরা কয়েক ঘণ্টা সাগরে আটকা পড়ে। বিষয়টি আসলেই অনাকাঙ্ক্ষিত।
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে ফেরার পথে সাগরের মাঝে আটকে পড়েছিল পর্যটকবাহী জাহাজ। গতকাল বুধবার বিকেল ৫টায় জাহাজটি ৬০০ পর্যটক নিয়ে কক্সবাজার আসছিল। প্রায় ১১ ঘণ্টা সাগরে ভেসে থাকার পর আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৪টায় জাহাজটি কক্সবাজার ঘাটে পৌঁছায়।
সংশ্লিষ্টরা জানান, সেন্টমার্টিন থেকে ছেড়ে আসা জাহাজ কক্সবাজারে পৌঁছাতে সাড়ে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগে। কিন্তু মাঝপথে এসে জাহাজটি ডুবোচরে আটকে যায়। এ সময় তীব্র কুয়াশাও দেখা দেয়। দীর্ঘ সময় আটকে পড়ার পর জাহাজটি আজ ভোর সোয়া ৪টায় কক্সবাজার ঘাটে পৌঁছায়। প্রায় ১১ ঘণ্টা সাগরে ভেসে থাকার বিড়ম্বনার পর শহরের নুনিয়াছড়ার বিআইডব্লিউটিএর ঘাটে পৌঁছালে পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।
এদিকে, কক্সবাজার-সেন্টমার্টিন রুটে চলাচলকারী জাহাজের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীসেবার মান নিয়েও অনেকে অভিযোগ করেছে।
পরিবারের ১৭ জন সদস্য নিয়ে সেন্টমার্টিনে গিয়েছিলেন রাজশাহীর বাসিন্দা সানজিদুল আলম। গতকাল রাতে ঢাকায় ফেরত যাওয়ার জন্য বাসের টিকিটও কেটেছিলেন তিনি। কিন্তু বিড়ম্বনার কারণে ফিরতে পারেননি। এ বিষয়ে তিনি বলেন, গতকাল বেলা ২টার সময় সেন্টমার্টিন থেকে লাইনে দাঁড়িয়ে জাহাজে উঠি। সেই জাহাজ ছেড়েছে বিকেল ৫টায়। মাঝ সাগরে এনে আবার পরিবর্তন করে তোলা হয় কর্ণফুলীতে। তারপর জাহাজ ডুবোচরে আটকা পড়ে।
জামাল আহমেদ নামে আরেকজন পর্যটক বলেন, ‘রাতে সাগরে অনেক ভয় ও শঙ্কা কাজ করেছে। তার পরও কোনো অঘটন ছাড়াই পৌঁছাতে পেরেছি।’
কর্ণফুলী এক্সপ্রেসের ব্যবস্থাপক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, কক্সবাজারগামী জাহাজটি মাঝপথে ডুবোচরে আটকে পড়ে। এতে যাত্রীরা কয়েক ঘণ্টা সাগরে আটকা পড়ে। বিষয়টি আসলেই অনাকাঙ্ক্ষিত।
দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারকে মারধরও চাঁদাবাজি-সংক্রান্ত মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার পাকেরহাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেজানা গেছে, মঙ্গলবার কুষ্টিয়ায় আদালতে একটি মামলায় সাক্ষ্য দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহমেদ। এরপর থেকে মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার শাকিল আহমেদের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত তিনি ফেরেননি। এদিকে মাসুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি...
১৫ মিনিট আগেরাজশাহীর বাঘায় মিনি ট্রাক চাপায় বানেরা বেগম ওরফে (বানু) (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মীরগঞ্জ মোড়ের উত্তরে আব্দুর রহমান মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেদিনাজপুরের বিরামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কোহিনুর বেগম (২৭) ও তার ছেলে রিশাত কাইফ (২ মাস) ট্রাকচাপায় নিহত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপর ১২টার দিকে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী।
৪২ মিনিট আগে