নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ী পরিবারের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ উঠেছে। হামলায় ছুরিকাঘাতে তিনজন গুরুতর আহত হন এবং আরও কয়েকজনকে পিটিয়ে জখম করা হয়। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের অনুসারী ও ক্ষমতাসীন দলের সমর্থক।
শুক্রবার সকালে নরোত্তমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তোলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় সাংবাদিকদের কাছে হামলার একটি সিসিটিভি ফুটেজও তুলে ধরেন তাঁরা।
সংবাদ সম্মেলনে পেয়ার আহম্মদ নামের এক ভুক্তভোগী বলেন, “আওয়ামী লীগের শাসনামলে সাবেক সংসদ সদস্যের ছত্রছায়ায় ইশতিয়াক আলম সোহান ও তার লোকজন এলাকায় তাণ্ডব চালিয়েছে। সরকার পতনের পরও থামেনি তাদের আধিপত্য। আমাদের বাড়ির পাশের জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে বিএনপি পরিচয়দানকারী মাহবুবুল আলম তপন ও তাঁর সহযোগীরা। আইনগত সহায়তা চেয়েও প্রতিকার পাইনি।”
পেয়ার আহম্মদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। সেদিন রাতেই মাহবুব আলম তপন, স্বপন, ইক্কনসহ ইশতিয়াক আলম সোহানের অনুসারী কয়েকজন সন্ত্রাসী অতর্কিতে তাঁর বাড়িতে হামলা চালায়। ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে তারা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর ও কুপিয়ে জখম করে। বাধা দিতে গেলে পেয়ার আহম্মদ, তাঁর ভাই ও বাবাকেও কুপিয়ে রক্তাক্ত করা হয়। এ সময় ঘর থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় হামলাকারীরা।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত ব্যক্তিরা হাসপাতালে যাওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা বাড়ির সামনের সড়কে অবস্থান নেয় তাদের আটকাতে। অন্য পথ ব্যবহার করে আহতরা বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে সেখানে দ্বিতীয় দফায় আবারও হামলা চালানো হয় বলে অভিযোগ পেয়ার আহম্মদের।
ভুক্তভোগীরা আরও জানান, ৫ আগস্টের পর ইশতিয়াক আলম সোহান আত্মগোপনে গেলেও তাঁর ঘনিষ্ঠ মাদক ব্যবসায়ী মাহবুব আলম তপন, সাইফুল ইসলাম স্বপন, মহিদুল ইসলাম ইক্কন, শেখ শহিদুল ইসলাম সোহান ও রোহান নিয়মিতভাবে তাদের হুমকি ও নির্যাতন করে যাচ্ছে।
তাঁরা অভিযোগ করেন, এসব ঘটনার ফলে তাঁরা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত আইনি ব্যবস্থা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা কামনা করেছেন ভুক্তভোগীরা।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যবসায়ী পরিবারের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ উঠেছে। হামলায় ছুরিকাঘাতে তিনজন গুরুতর আহত হন এবং আরও কয়েকজনকে পিটিয়ে জখম করা হয়। ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যের অনুসারী ও ক্ষমতাসীন দলের সমর্থক।
শুক্রবার সকালে নরোত্তমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তোলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় সাংবাদিকদের কাছে হামলার একটি সিসিটিভি ফুটেজও তুলে ধরেন তাঁরা।
সংবাদ সম্মেলনে পেয়ার আহম্মদ নামের এক ভুক্তভোগী বলেন, “আওয়ামী লীগের শাসনামলে সাবেক সংসদ সদস্যের ছত্রছায়ায় ইশতিয়াক আলম সোহান ও তার লোকজন এলাকায় তাণ্ডব চালিয়েছে। সরকার পতনের পরও থামেনি তাদের আধিপত্য। আমাদের বাড়ির পাশের জমি দীর্ঘদিন ধরে দখল করে রেখেছে বিএনপি পরিচয়দানকারী মাহবুবুল আলম তপন ও তাঁর সহযোগীরা। আইনগত সহায়তা চেয়েও প্রতিকার পাইনি।”
পেয়ার আহম্মদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। সেদিন রাতেই মাহবুব আলম তপন, স্বপন, ইক্কনসহ ইশতিয়াক আলম সোহানের অনুসারী কয়েকজন সন্ত্রাসী অতর্কিতে তাঁর বাড়িতে হামলা চালায়। ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে তারা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর ও কুপিয়ে জখম করে। বাধা দিতে গেলে পেয়ার আহম্মদ, তাঁর ভাই ও বাবাকেও কুপিয়ে রক্তাক্ত করা হয়। এ সময় ঘর থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় হামলাকারীরা।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত ব্যক্তিরা হাসপাতালে যাওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা বাড়ির সামনের সড়কে অবস্থান নেয় তাদের আটকাতে। অন্য পথ ব্যবহার করে আহতরা বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে সেখানে দ্বিতীয় দফায় আবারও হামলা চালানো হয় বলে অভিযোগ পেয়ার আহম্মদের।
ভুক্তভোগীরা আরও জানান, ৫ আগস্টের পর ইশতিয়াক আলম সোহান আত্মগোপনে গেলেও তাঁর ঘনিষ্ঠ মাদক ব্যবসায়ী মাহবুব আলম তপন, সাইফুল ইসলাম স্বপন, মহিদুল ইসলাম ইক্কন, শেখ শহিদুল ইসলাম সোহান ও রোহান নিয়মিতভাবে তাদের হুমকি ও নির্যাতন করে যাচ্ছে।
তাঁরা অভিযোগ করেন, এসব ঘটনার ফলে তাঁরা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত আইনি ব্যবস্থা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা কামনা করেছেন ভুক্তভোগীরা।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
১ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে