ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া স্ত্রী বিশিষ্ট চিকিৎসক আনোয়ারা হক, দুই ছেলে, দুই মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার।
আবু সাহেদ সরকার বলেন, ‘বেশ কয়েক দিন ধরে শামছুল হক অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
শামছুল হক ১ জুলাই ১৯৪৮ সালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউয়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের মৃত মো. হাসমত উল্যাহ ও হাজেরা দম্পতির ছেলে। চাঁদপুর-৪ সংসদীয় আসনে (২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত) সংসদ সদস্য ছিলেন তিনি।
শামছুল হক ভূঁইয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। এই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের কাছে মাত্র ১ হাজার ৩৩ ভোটের ব্যবধানে হেরে যান।
এ ছাড়া প্রায় এক যুগ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকাস্থ ফরিদগঞ্জ ও চাঁদপুর জেলা সমিতির সভাপতি, বৃহত্তর কুমিল্লা জেলা সমিতির সভাপতি, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ছিলেন মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
একসময় ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ছিলেন শামছুল হক ভূঁইয়া। অবসরে যাওয়ার পর রাজনীতিতে প্রবেশ করেন তিনি। সামাজিক পরিচিতিও ছিল বেশ। এলাকায় স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছেন তিনি।
শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে ফরিদগঞ্জের শিক্ষাঙ্গন, রাজনৈতিক অঙ্গন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শোক জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্যাহ তপদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল প্রমুখ।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া স্ত্রী বিশিষ্ট চিকিৎসক আনোয়ারা হক, দুই ছেলে, দুই মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার।
আবু সাহেদ সরকার বলেন, ‘বেশ কয়েক দিন ধরে শামছুল হক অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
শামছুল হক ১ জুলাই ১৯৪৮ সালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউয়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের মৃত মো. হাসমত উল্যাহ ও হাজেরা দম্পতির ছেলে। চাঁদপুর-৪ সংসদীয় আসনে (২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত) সংসদ সদস্য ছিলেন তিনি।
শামছুল হক ভূঁইয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। এই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের কাছে মাত্র ১ হাজার ৩৩ ভোটের ব্যবধানে হেরে যান।
এ ছাড়া প্রায় এক যুগ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকাস্থ ফরিদগঞ্জ ও চাঁদপুর জেলা সমিতির সভাপতি, বৃহত্তর কুমিল্লা জেলা সমিতির সভাপতি, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ছিলেন মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
একসময় ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ছিলেন শামছুল হক ভূঁইয়া। অবসরে যাওয়ার পর রাজনীতিতে প্রবেশ করেন তিনি। সামাজিক পরিচিতিও ছিল বেশ। এলাকায় স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছেন তিনি।
শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে ফরিদগঞ্জের শিক্ষাঙ্গন, রাজনৈতিক অঙ্গন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শোক জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্যাহ তপদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল প্রমুখ।
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
২৪ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩১ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
১ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে