ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া স্ত্রী বিশিষ্ট চিকিৎসক আনোয়ারা হক, দুই ছেলে, দুই মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার।
আবু সাহেদ সরকার বলেন, ‘বেশ কয়েক দিন ধরে শামছুল হক অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
শামছুল হক ১ জুলাই ১৯৪৮ সালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউয়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের মৃত মো. হাসমত উল্যাহ ও হাজেরা দম্পতির ছেলে। চাঁদপুর-৪ সংসদীয় আসনে (২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত) সংসদ সদস্য ছিলেন তিনি।
শামছুল হক ভূঁইয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। এই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের কাছে মাত্র ১ হাজার ৩৩ ভোটের ব্যবধানে হেরে যান।
এ ছাড়া প্রায় এক যুগ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকাস্থ ফরিদগঞ্জ ও চাঁদপুর জেলা সমিতির সভাপতি, বৃহত্তর কুমিল্লা জেলা সমিতির সভাপতি, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ছিলেন মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
একসময় ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ছিলেন শামছুল হক ভূঁইয়া। অবসরে যাওয়ার পর রাজনীতিতে প্রবেশ করেন তিনি। সামাজিক পরিচিতিও ছিল বেশ। এলাকায় স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছেন তিনি।
শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে ফরিদগঞ্জের শিক্ষাঙ্গন, রাজনৈতিক অঙ্গন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শোক জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্যাহ তপদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল প্রমুখ।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া স্ত্রী বিশিষ্ট চিকিৎসক আনোয়ারা হক, দুই ছেলে, দুই মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার।
আবু সাহেদ সরকার বলেন, ‘বেশ কয়েক দিন ধরে শামছুল হক অসুস্থ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
শামছুল হক ১ জুলাই ১৯৪৮ সালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউয়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ওই গ্রামের মৃত মো. হাসমত উল্যাহ ও হাজেরা দম্পতির ছেলে। চাঁদপুর-৪ সংসদীয় আসনে (২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত) সংসদ সদস্য ছিলেন তিনি।
শামছুল হক ভূঁইয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। এই নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানের কাছে মাত্র ১ হাজার ৩৩ ভোটের ব্যবধানে হেরে যান।
এ ছাড়া প্রায় এক যুগ চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকাস্থ ফরিদগঞ্জ ও চাঁদপুর জেলা সমিতির সভাপতি, বৃহত্তর কুমিল্লা জেলা সমিতির সভাপতি, বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য ছিলেন মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া।
একসময় ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ছিলেন শামছুল হক ভূঁইয়া। অবসরে যাওয়ার পর রাজনীতিতে প্রবেশ করেন তিনি। সামাজিক পরিচিতিও ছিল বেশ। এলাকায় স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেছেন তিনি।
শামছুল হক ভূঁইয়ার মৃত্যুতে ফরিদগঞ্জের শিক্ষাঙ্গন, রাজনৈতিক অঙ্গন, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শোক জানিয়েছেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্যাহ তপদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল প্রমুখ।
ফরিদপুরে কুমার নদে গোসলে নেমে ডুবে যাওয়ার ২০ ঘন্টা পর শিশু সোয়াদের (৭) লাশ ভেসে ওঠেছে। আজ শুক্রবার সকালে লাশটি ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগেনীলফামারীতে কালী মন্দিরের চারটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলী গ্রামের ডারার পার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এরফান আলী (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
২ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে জেলা স্টেডিয়ামের পাশে রাশেদা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বটি দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। এ হত্যার ঘটনায় ইমন হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে।
২ ঘণ্টা আগেটাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
৩ ঘণ্টা আগে